Jio Cinema: চোখধাঁধানো বিয়ের মাঝে দেশবাসীকে বড় উপহার আম্বানিদের! জানুন জিওর বড় ঘোষণা
আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিক্স গেমসের সব খেলা বিনামূল্যে দেখাবে আম্বানির জিও সিনেমা।
জাস্টিন বিবার থেকে কিম কার্দাশিয়ান, শাহরুখ খান থেকে রণবীর কাপুর। দুনিয়ার সব সেলেব্রিটিদের এক ছাতনতলার পাশে দাঁড় করিয়ে ছেলের চোখধাঁধানো বিয়ে দিয়ে নজির গড়েছেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। মুকেশ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে এখন দুনিয়ার অষ্টম আশ্চর্যের মতো কভার করছে পেজ থ্রি মিডিয়া। এরই মাঝে দেশবাসীকে সুখবর দিল আম্বানির জিও। বিশ্বকাপ ফুটবল, ক্রিকেটের মত এবার পাঁচতার খেলা অলিম্পিক গেমসও জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে সম্প্রচার করবে জিও। তবে সম্প্রতি জিও রিচার্জের মূল্য এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ফলে বিনামূল্যে দেখা গেলেও নেট রিচার্জের জন্য টাকা আগের থেকে বেশীই লাগবে।
এবার অলিম্পিক গেমসের কভারেজে নজিরবিহীন ও চোখধাঁধানোভাবে করতে চলেছে জিও সিনেমা। ভারতীয় ক্রীড়াবিদদের ইভেন্ট দেখার জন্য বিশেষ 'ইন্ডিয়া ফিড'রাখছে জিও সিনেমা। এই 'ইন্ডিয়া ফিডে' সব সময় শুধু ভারতীয় ক্রীড়াবিদদের খেলাই দেখানো হবে। মোট ২০টি কনকারেন্ট ফিডে একই সঙ্গে পছন্দ মত নীরজ চোপড়া, পিভি সিন্ধু, ভারতীয় হকি দলের খেলা বেছে নিতে পারবেন দেশের ক্রীড়াপ্রেমীরা। হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষাতে কমেন্ট্রিরও ব্যবস্থা থাকছে। আরও পড়ুন-অলিম্পিক কি আগে ধর্মীয় উৎসব ছিল? জেনে নিন অলিম্পিক সম্পর্কে কিছু রোমাঞ্চকর তথ্য
প্রসঙ্গত, এবার প্যারিস অলিম্পিকে ভারতের মোট ১১৩ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৭ জন মহিলা ক্রীড়াবিদ থাকছেন। ২০২০ টোকিও অলিম্পিকে ১টি সোনা সহ ৭টি পদক জিতে সর্বকালের সেরা অলিম্পিক পারফরম্যান্স করেছিল টিম ইন্ডিয়া। এবার নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা গতবারের নজির ভেঙে দিতে পারেন বলে অনেকেই মনে করছেন। প্যারিস অলিম্পিকে মোট ১৬টি খেলায় অংশ নেবেন ভারতীয়রা। তাদের মধ্যে জ্যাভলিন থ্রো, শ্যুটিং, ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিংয়ের পাশাপাশি এবার ভারত্তোলন, তিরন্দাজি, হকি, জুডোতেও ভারতীয়দের পদক জেতার আশা রয়েছে। নীরজ চোপড়া ছাড়াও অ্যাথলেটিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক জেতার মত জায়গায় রয়েছেন কয়েকজন ভারতীয় অ্যাথলিট।