ISL 2021-22 Final: আইএসএলের ফাইনালে আজ হায়দরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স; দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (ISL 2021-22 Final) আজ মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি এবং কেরালা ব্লাস্টার্স (Hyderabad FC Vs Kerala Blasters)। ফাতোর্দার পন্ডিত জওহরলাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। আজ ফাইনালে জিতে শিরোপা জিততে চাইবে কেরালা ব্লাস্টার্স। পাঁচ ম্যাচ অপরাজিত কেরালা তাই এই ম্যাচেও নিজেদের সেরা দিতে কোনও খামতি রাখবে না। শেষবার তারা হেরেছে ফাইনালের প্রতিপক্ষ হায়দরাবাদের বিপক্ষেই।
ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (ISL 2021-22 Final) আজ মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি এবং কেরালা ব্লাস্টার্স (Hyderabad FC Vs Kerala Blasters FC)। ফাতোর্দার পন্ডিত জওহরলাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। আজ ফাইনালে জিতে শিরোপা জিততে চাইবে কেরালা ব্লাস্টার্স। পাঁচ ম্যাচ অপরাজিত কেরালা তাই এই ম্যাচেও নিজেদের সেরা দিতে কোনও খামতি রাখবে না। শেষবার তারা হেরেছে ফাইনালের প্রতিপক্ষ হায়দরাবাদের বিপক্ষেই।
অন্যদিকে মানোলো মার্কেজের ছেলেরা প্রথমবার ফাইনাল খেলতে নামবে। তাই তারাও শিরোপার দিকে নজর রাখবে।
দুই দলের সম্ভাব্য একাদশ:
হায়দরাবাদ এফসি: লক্ষ্মীকান্ত কাট্টিমনি, আকাশ মিশ্র, চিংলেসানা সিং, জুয়ানান, নিম দর্জি, জোয়াও ভিক্টর, সৌভিক চক্রবর্তী, ইয়াসির মহাম্মদ, বার্থলোমিউ ওগবেচে, অনিকেত যাদব, জাভিয়ের সিভেরিও।
কেরালা ব্লাস্টার্স এফসি: প্রভসুখান গিল, সঞ্জীব স্টালিন, রুইভা হরমিপাম, মার্কো লেসকোভিচ, হারমানজোত খাবরা, আয়ুষ অধিকারী, লালথাঙ্গা খাওলহিং, সাহল আব্দুল সামাদ, আদ্রিয়ান লুনা, জর্জ ডিয়াজ, আলভারো ভাজকেজ।
পরিসংখ্যান: দুই দলই আইএসএলে ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে, উভয় দলই তিনবার করে জিতেছে।