ISL 2020-21 Final: আইএসএলে-র ফাইনালে আজ মুম্বাই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

আজ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (ISL 2020-21 Final)। তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগান হিসেবে খেলছে (Mumbai City FC vs ATK Mohun Bagan)। ফাইনালে তাদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। গোয়ার ফতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে আইএসএল ফাইনাল। সেমিফাইনালে এফসি গোয়াকে পেনাল্টি শুটে হারিয়ে মুম্বই সিটি এফসি ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। প্রথম লেগ ২-২ ড্র থাকার পর দ্বিতীয় লেগেও দুর্দান্ত লড়াই হয়। তবে শেষপর্যন্ত ফল যায় মুম্বইয়ের পক্ষে। অন্যদিকে, এটিকে মোহনবাগান সেমিফাইনাল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগ জিতে ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান।

Mumbai City FC vs ATK Mohun Bagan

আজ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (ISL 2020-21 Final)। তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগান হিসেবে খেলছে (Mumbai City FC vs ATK Mohun Bagan)। ফাইনালে তাদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। গোয়ার ফতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে আইএসএল ফাইনাল। সেমিফাইনালে এফসি গোয়াকে পেনাল্টি শুটে হারিয়ে মুম্বই সিটি এফসি ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। প্রথম লেগ ২-২ ড্র থাকার পর দ্বিতীয় লেগেও দুর্দান্ত লড়াই হয়। তবে শেষপর্যন্ত ফল যায় মুম্বইয়ের পক্ষে। অন্যদিকে, এটিকে মোহনবাগান সেমিফাইনাল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগ জিতে ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান।

মুম্বাই সিটি এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অমরিন্দর সিং, আমে রানাওয়াদে, মন্দার রাও ডেসাই, মুর্তদা ফ্যাল, বিপিন সিং, আহমেদ জাহোহ, হার্নান সান্টানা, রায়নিয়ার ফার্নান্দেস, রাওলিন বোর্জেস, হুগো বোমোস, বার্থলমিউ ওগবেচে।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ: অরিন্দম ভট্টাচার্য, তিরি, সালাম রঞ্জন সিং, প্রীতম কোটাল, সুভাশিস বোস, কার্ল ম্যাকহাগ, লেনি রডরিগস, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়া, মনভীর সিং, রয় কৃষ্ণ।

পরিসংখ্যান: আইএসএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি ও এটিকে মোহনবাগান। দুটি ম্যাচই জিতেছিল মুম্বাই।