Durand Cup 2022: কলকাতায় ডুরান্ড কাপের ম্যাচে জাত তুলে গালিগালাজ করা হয়েছে দলের খেলোয়াড়কে, অভিযোগ বেঙ্গালুরু এফসি-র
ডুরান্ড কাপে (Durand Cup 2022) ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) বিরুদ্ধে তাদের এক খেলোয়াড়কে জাত তুলে গালিগালাজ করা হয়েছে। এই অভিযোগ করল ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। মঙ্গলবার কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan) ঘটনাটি ঘটে। বেঙ্গালুরু এফসি জানিয়েছে যে তারা ডুরান্ড কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে।
কলকাতা, ২৪ অগাস্ট: ডুরান্ড কাপে (Durand Cup 2022) ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) বিরুদ্ধে তাদের এক খেলোয়াড়কে জাত তুলে গালিগালাজ করা হয়েছে। এই অভিযোগ করল ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। মঙ্গলবার কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan) ঘটনাটি ঘটে। বেঙ্গালুরু এফসি জানিয়েছে যে তারা ডুরান্ড কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে।
ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, "মঙ্গলবার সন্ধ্যায় হওয়া ডুরান্ড কাপ খেলার সময় আমাদের একজন খেলোয়াড়কে প্রতিপক্ষের একজন খেলোয়াড় জাত তুলে গালিগালাজ করেন। এই ঘটনার বিষয়ে বেঙ্গালুরু এফসি সচেতন। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বৈষম্যের কোথাও কোনও স্থান নেই। ফুটবল সবার জন্য।" আরও পড়ুন: ICC ODI Rankings: আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ উঠলেন শুভমান গিল, পঞ্চম স্থানেই রয়েছেন বিরাট কোহলি
বেঙ্গালুরু এফসি ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে। মঙ্গলবার তারা ভারতীয় বিমান বাহিনীকে ৪-০ গোলে হারিয়েছে। দ্য ব্লুজের হয়ে গোল করেন রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, ফয়সল আলি এবং শিব শক্তি।
আগামী মঙ্গলবার আইএসএলের সতীর্থ এফসি গোয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচের আগে সাইমন গ্রেসনের দল এক সপ্তাহের বিরতি পেয়েছে।