Croatia vs Morocco Result Video Highlights: মরক্কোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার, দেখুন ভিডিও হাইলাইটস

মরক্কোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার, দেখুন ভিডিও হাইলাইটস

Croatia Ranked Third in FIFA World Cup (Photo Credit: FIFA World Cup/ Twitter)

লুকা মদ্রিচের (Luka Modric) অসাধারণ নৈপুণ্যে ক্রোয়েশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানে উঠে এসেছে। ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপেও তৃতীয় স্থানে ছিল, নেদারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে। চার বছর আগের রানার্স-আপ দল শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে আরেকটি পদক নিশ্চিত করেছে। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে (Khalifa International Stadium) হাফটাইমের কিছু সময় আগে মিসলাভ ওরসিচ (Mislav Orsic)একটি নির্ণায়ক গোল করেন, মদ্রিচের এটি শেষ বিশ্বকাপ ম্যাচও হতে পারে। যদিও আশা করা হচ্ছে যে, তিনি ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার দেশকে নেতৃত্ব দেবেন।

ফিফা বিশ্বকাপ ২০২২-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া বনাম মরক্কো: