Ballon d'Or 2021: ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ, দেখে নিন কোন কোন ফুটবলার রয়েছেন

২০২১ সালের ব্যালন ডি’অর পুরস্কারের (Ballon d'Or 2021) জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। কোভিড অতিমারীর কারণে এক বছরের বিরতি পরে ফিরতে চলেছে ব্যালন ডি’অর। মোট ৬টি ক্ষেত্রে ৫ জন করে মনোনীত খেলোয়াড়দের নাম জানানো হয়। এ বছরের বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

Players nominated for Ballon d'Or 2021 (Photo Credits : Twitter)

২০২১ সালের ব্যালন ডি’অর পুরস্কারের (Ballon d'Or 2021) জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। কোভিড অতিমারীর কারণে এক বছরের বিরতি পরে ফিরতে চলেছে ব্যালন ডি’অর। মোট ৬টি ক্ষেত্রে ৫ জন করে মনোনীত খেলোয়াড়দের নাম জানানো হয়। এ বছরের বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন মেসি। এছাড়া এই বছরটা দুর্দান্ত কেটেছে রোনাল্ডোর। জুভেন্টাসের হয়ে ২০২০-২১ সিরি আ'তে সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি। সেই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন।

ব্যালন ডি’অর পুরস্কারের মনোনয়নের তালিকায় রয়েছেন ব্রাজিলের নেইমারও। আছেন চেলসির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী জর্জিনিয়োও। তালিকায় জায়গা পেয়েছেন চলতি মরসুমে দারুন ছন্দে থাকা করিম বেনজেমা। আরও পড়ুন: Team India's New Jersey: ১৩ অক্টোবর বিরাট কোহলিদের জন্য নতুন জার্সি উন্মোচন করবে বিসিসিআই

আসুন ব্যালন ডি'অর ২০২১ এর জন্য মনোনীত সকলকে একবার দেখে নিই:

আগামী ২৯ নভেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া চালু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি শুধুমাত্র ইউরোপের খেলোয়াড়দেরই দেওয়া হতো। ২০০৭ সাল থেকে বিশ্বের যে কোনও খেলোয়াড়ের জন্য এই পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয়। ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর এক করে দেওয়া হয় ২০১০ সালে। ফিফার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে আবার আলাদা ভাবে ব্যালন ডি’অর দেওয়া শুরু করে ফ্রান্স ফুটবল।