AFC Asian Cup 2023 Schedule: দিনক্ষণ প্রকাশ এশিয়ান কাপের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত
এশিয়ান কাপ শুরু হবে ২০২৪ সালের ১২ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের শেষ ম্যাচ
এএফসি এশিয়ান কাপ ২০২৩ কাতারে ভারতের সঙ্গে গ্রুপ 'বি' তে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া ও উজবেকিস্তান। কোচ ইগর স্টিমাচের ভারতের দল খেলা শুরু করবে ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তার পরবর্তীতে সিরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে সুনীল ছেত্রীর দলের ম্যাচ। ফিফার ১০১ তম স্থানে থাকা ব্লু টাইগাররা প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের পরপর দুটি আসরে নিজেদের জায়গা করে নিয়েছে। ২০২৩ সালে ইগর স্টিমাচের দল বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে হংকং, আফগানিস্তান এবং কম্বোডিয়ার মধ্যে তাদের গ্রুপে প্রথম স্থান অর্জন করে। এর আগে ১৯৬৪, ১৯৮৪, ২০১১ ও ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপে খেলেছে ভারত। ১৯৬৪ সালে দ্বিতীয় স্থানে আসে ভারত কিন্তু পরবর্তী তিনটি সংস্করণে তারা গ্রুপ পর্ব অতিক্রম করতে ব্যর্থ হয়।
২০২৩ এএফসি এশিয়ান কাপ শুরু হবে ২০২৪ সালের ১২ জানুয়ারি। ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের শেষ ম্যাচ। রাউন্ড ১৬-এ ছয় গ্রুপ থেকে সেরা দুই দল এবং সেরা পারফরমেন্স করা চারটি তৃতীয় স্থানাধিকারী দল থাকবে। এএফসি এশিয়ান কাপ আটটি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার মধ্যে এডুকেশন সিটি স্টেডিয়ামও রয়েছে এছাড়া আল জানুব স্টেডিয়াম, জসিম বিন হামাদ স্টেডিয়াম, আল বায়ত স্টেডিয়াম, খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম, আর আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামও আছে। ২০২২ ফিফা বিশ্বকাপের সময় এই ছয়টি স্টেডিয়াম ব্যবহার করা হয়েছিল।