Paris Olympics Opening Ceremony: আজ বোধন, ভারত থেকে বাংলাদেশ, পাকিস্তান, উদ্বোধনী অনুষ্ঠানে কোন দেশের পতাকা বইবেন কারা

সব প্রতীক্ষার অবসান। আজ, শুক্রবার সন্ধ্যায় (শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) ফ্রান্সের রাজধানী প্য়ারিসে উদ্বোধন হতে চলেছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের।

2024 Olympics at Paris (Photo Credit: @IndTennisDaily/ X)

সব প্রতীক্ষার অবসান। আজ, শুক্রবার সন্ধ্যায় (শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) ফ্রান্সের রাজধানী প্য়ারিসে উদ্বোধন হতে চলেছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের। গোটা বিশ্বের ২০০-টিরও বেশী দেশের সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ এবারের অলিম্পিকে অংশ নেবেন। ১১ অগাস্ট পর্যন্ত চলবে ৩২টি খেলার ৩২৯টি বিভাগের পদক জয়ের লড়াই। গতবার টোকিওয়ে করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে মারণ ভাইরাসের আতঙ্কের মধ্যেই হয়েছিল অলিম্পিক।

এবার অলিম্পিক এবারই প্রথম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে বাইরে বেরিয়ে সিয়েন নদীতে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। ২০০টি-র-ও বেশী দেশের ক্রীড়াবিদরা নদীতে নৌকা বা বোটে চড়ে অভিনব কায়দায় মার্চ পাস্টে অংশ নেবেন। এবার প্যারিস অলিম্পিকে ভারতের পতকাবহন করবেন টেবিল টেনিস তারকা শরৎ কমল, ও তরকা শাটলার পিভি সিন্ধু। সিন্ধু গত দুটি অলিম্পিকে পদক জিতে নজির গড়েছেন।

গ্রীষ্মকালীন অলিম্পিক্সে সবচেয়ে বেশী পদক জেতার রেকর্ড গড়া আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকা বহন করবেন মহাতারকা বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ও চেনিস তারকা কোকো গফ। ১৩ সদস্যের বাংলাদেশের পতাকা বাহক তিরন্দাজ সাগর ইসলাম। সাগরই একমাত্র বাংলাদেশী খেলোয়াড় যিনি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা করেছেন, বাকিরা এসেছেন বিশেষ কোটার মাধ্যমে। পাকিস্তানের পতাকা বাহক তারকা জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। যে আর্শাদ গত অলিম্পিকে নীরজ চোপড়ার কাছে চ্যালেঞ্জ ছুড়লেও পদক পাননি। এবার অলিম্পিকের উদ্বোধনের মার্চ পাস্টে নিয়ম হল মহিলা ও পুরুষ- দুজনেই দেশের পতাকা বহন করবেন। পাকিস্তানের মহিলা পতাকাবাহক হলেন সাঁতারু জাহানারা নবি।

প্যারিসের পতাকা-বাহকরা---(FLAGBEARERS AT PARIS 2024 OLYMPICS OPENING CEREMONY)

ভারত- শরৎ কমল (টিটি), পিভি সিন্ধু (ব্যাডমিন্টন)।

আমেরিকা যুক্তরাষ্ট্র- লেব্রন জেমস (বাস্কেটবল), কোকো গফ (টেনিস)।

ফ্রান্স (আয়োজক দেশ)-ফ্লোরেন্ট মানাউদৌ (সাঁতার), মেলিনা রবার্ট মিচন (অ্য়াথলেটিক্স)।

গ্রেট ব্রিটেন- টম ডেলেই (ডাইভিং), হেলেন গ্লোভার (রোয়িং)।

চিন- মা লং (টিটি), ফেং ইউ (সাঁতার) ।

অস্ট্রেলিয়া- এডি ওকেনদেন (হকি), জেসিকা ফক্স (ক্যানোয়ে স্লালোম) ।

জার্মানি- ডেনিস স্কররোদের (বাস্কেটবল), আনা-মারিয়া ওয়াগনর (জুডো)।

জাপান- শেগেইউকি নাকারাই (ব্রেকিং), মিসাকি এমুরা (ফেন্সিং)।

বাংলাদেশ- সাগর ইসলাম (তিরন্দাজি)।

পাকিস্তান-আর্শাদ নদিম (জ্যাভলিন), জেহনারা নবি (সাঁতার)।