FIFA World Cup 2022, Portugal Vs Switzerland: সুইজারল্যান্ডকে হেলায় হারিয়ে কোয়ার্টারে পর্তুগাল,অভিষেক ম্যাচে হ্যাটট্রিক রামোসের
৬৭ মিনিটে পর্তুগালের হয়ে নিজের তৃতীয় ও দলের ৫ম গোলটি করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন গনসালো রামোস। পেলের পর তিনিই সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের নক আউট রাউন্ডে হ্যাটট্রিক করলেন।
বিশ্বকাপের (Qatar World Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচগুলোতে মন ভরেনি ফার্নান্দো সান্তোসের (Fernando Santos) দলের খেলায় কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এসে জ্বলে উঠল পেপে-রামোস-রোনাল্ডোর পর্তুগাল। সুইজারল্যান্ডকে কোনো রকম সুযোগ না দিয়ে ৬-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিল ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা৷
সুইসদের প্রস্তুতি ছিল রোনাল্ডোকে মাথায় রেখে, কিন্ত কোচ সান্তোস প্রথম একাদশেই রাখলেন না রোনাল্ডোকে, বদলে তিনি মাঠে নামিয়ে দিলেন ২১ বছরের গনসালো রামোসকে (Gonçalo Ramos)। কেন তাকে ভবিষ্যত তারকা স্ট্রাইকার ভাবা হচ্ছে সেটা প্রমাণ করে দিলেন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে। তিন গোল করে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন তিনি, যোগ্য সঙ্গত করলেন পেপে, লেয়ো ও গুয়েরেরোরা। সুইজ়ারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন আকাঞ্জি। ৬-১ গোলে সুইৎজ়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল।
খেলার শুরুটা দু’দল কিছুটা রক্ষণাত্মক করেছিল। গোল খেতে চাইছিল না তারা।তবে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্তুগাল। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোল পায় পর্তুগাল। বাম পাশ থেকে হোয়াও ফেলিক্সের ডিফেন্স চেরা পাসে। বা পায়ের বুলেট গতির শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে কোনাকুনি শটে দারুণ গোল করে দলকে এগিয়ে দেন রামোস। গোল খেয়ে মরিয়া হয়ে চেষ্টা করে সুইসরা। উলটে ৩৩ মিনিটে আবার গোল খেয়ে বসে সুইজারল্যান্ড। এবার কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে (Pepe)। বিশ্বকাপের ইতিহাসে পেপেই সবচেয়ে বয়স্ক ফুটবলার যিনি নকআউট রাউন্ডে গোল করলেন। বিরতিতে যাওয়ার আগে সুইজারল্যান্ডের শাকিরি ও জাকা কয়েকটা প্রচেষ্টা চালালেও তা পর্তুগিজ রক্ষণভাগে গিয়ে শেষ হয়ে যায়। ফল ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল।
বিরতি থেকে ফিরে আরো যেন ক্ষুরধার পর্তগাল। ৫২ মিনিটে আবারো গোল রামোসের। ডান পাশ থেকে দিয়েগো দালোতের বাড়ানো ক্রসে বাঁ পায়ের টোকায় গোলরক্ষকের পায়ের তলা দিয়ে বল জালে জড়িয়ে দেন রামোস।এই গোলের রেশ কাটতে না কাটতে আবারো গোল দেয় পর্তুগাল। পর্তুগালকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন রাফায়েল গুয়েরেরো(Raphael Guerreiro)। রামোসের বাড়ানো বল থেকে দারুণ শটে গোল করেন তিনি।
৪ গোলে পিছিয়ে থেকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সুইজারল্যান্ড। ৫৯ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি (Manuel Akanji) সুইসদের হয়ে একটি গোল শোধ দেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।৬৭ মিনিটে পর্তুগালের হয়ে নিজের তৃতীয় ও দলের ৫ম গোলটি করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন গনসালো রামোস। পেলের পর তিনিই সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের নক আউট রাউন্ডে হ্যাটট্রিক করলেন।
৭৩ মিনিটের মাথায় রামোসকে তুলে নেন কোচ। পরিবর্ত হিসাবে মাঠে নামেন রোনাল্ডো। ৮৫ মিনিটে একটি গোলও করেন তিনি। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন।অতিরিক্ত সময়ে বাঁ প্রান্তে বল ধরে বক্সে ঢুকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে পর্তুগালের ছ’নম্বর গোল করেন এসি মিলান তারকা রাফায়েল লিয়াও (Rafael Leao)। ৬-১ গোলে ম্যাচ জেতে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।