FIFA U-20 WC 2023: যুব ফুটবল বিশ্বকাপে হার দিয়ে শুরু ব্রাজিলের
আর্জেন্টিনায় হওয়া যুব ফুটবল বিশ্বকাপের শুরুটা ব্রাজিল অনুর্ধ্ব ১৯ দলের করল হার দিয়ে। সোমবার সকালে ইতালি অনুর্ধ্ব ১৯ দলের কাছে গ্রুপের প্রথম ম্যাচে ব্রাজিলের যুব দল হারল ২-৩ গোলে।
আর্জেন্টিনায় হওয়া যুব ফুটবল বিশ্বকাপের শুরুটা ব্রাজিল অনুর্ধ্ব ১৯ দলের করল হার দিয়ে। সোমবার সকালে ইতালি অনুর্ধ্ব ১৯ দলের কাছে গ্রুপের প্রথম ম্যাচে ব্রাজিলের যুব দল হারল ২-৩ গোলে। পাঁচবারের অনুর্ধ্ব ২০ ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত ০-৩ গোলে পিছিয়ে ছিল। ম্য়াচের ৭২ ও ৮৭ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে ব্যবধান কমায় ব্রাজিল। ব্রাজিলের গ্রুপের অন্য ম্যাচে নাইজেরিয়া যুব দল ২-১ গোলে হারাল ডোমিনিকান রিপাবলিককে। হার দিয়ে শুরু করা নেইমারের দেশের যুব দলের গ্রুপের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ডোমিনিকান রিপাবলিক, বৃহস্পতিবার।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল প্রি কোয়ার্টারে উঠবে। আর তৃতীয় দল শেষ ষোলোয় খেলার জন্য প্লে অফে খেলতে হবে। গ্রুপের শেষে থাকা দল বিদায় নেবে। যুব বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে জাপানের অনুর্ধ্ব ২০ দল ১-০ গোলে হারাল সেনেগালকে। কলম্বিয়া ২-১ গোলে হারায় ইজরায়েলকে।
গতকাল, আয়োজক আর্জেন্টিনা যুব দল তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারায় উজেবকিস্তান। মেসির দেশের যুব দলের চলতি অনুর্ধ্ব ২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ গুয়েতামালা, বুধবার।