IPL 2024 MI vs RR: হার্দিককে নিয়ে চূড়ান্ত বিদ্রুপের মাঝে ওয়াংখেড়ের মাঠে ঢুকে পড়ল দর্শক, ঘটল মারাত্মক কাণ্ড, দেখুন ভিডিয়ো

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া-কে চূড়ান্ত বিদ্রুপ করলেন স্থানীয় দর্শকরা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচে লাইম লাইটের আলো কাড়লেন ওয়াংখেড়ের দর্শকরা।

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া-কে চূড়ান্ত বিদ্রুপ করলেন স্থানীয় দর্শকরা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচে লাইম লাইটের আলো কাড়লেন ওয়াংখেড়ের দর্শকরা। রোহিতকে সরিয়ে হার্দিক অধিনায়ক হয়ে আসার ক্ষোভে ফুটছে গোটা মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীরা। সেই ক্ষোভের ঢেউ আছড়ে পড়ল আরব সাগরের তীরে। তারকা খচিত দামি দল মুম্বই প্রথমে ব্যাট করে মাত্র ১২৫ রান করার পর ওয়াংখেড়ের দর্শকদের ক্ষোভ আরও বাড়ে।

এরই মাঝে আরও এক বড় ঘটনা ঘটে গেল মাঠে। নিরপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে গ্যালারি থেকে সোজা এক দর্শক মাঠে ঢুকে পড়েন। মাঠে গিয়ে স্লিগে ফিল্ডিং করা রোহিত শর্মা-কে প্রণাম করতে যান সেই দর্শক। রোহিত তাঁকে জড়িয়ে ধরেন, এরপর মুম্বই ইন্ডিয়ন্সের উইকেটকিপার ইশান কিষাণ-কেও সেই দর্শক পরে জড়িয়ে ধরেন। পরে সেই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

দেখুন ভিডিয়ো

আজ যত কাণ্ড যেন ওয়াংখেড়ে-তে। রোহিত শর্মা সহ মুম্বইয়ের তিন ব্যাটার প্রথম বলে আউট হন।



@endif