IPL Auction 2025 Live

Cristiano Ronaldo: জোড়া ফলায় ইউরো শুরু করে কী কী রেকর্ড গড়লেন রোনাল্ডো

ইউরো কাপে (Euro Cup 2020) নেমেই মাতিয়ে দিলেন পর্তুগালের (Portugal) মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গতকাল, মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিরুদ্ধে খেলার একেবারে শেষের দিকে জোড়া গোল করে দলকে জয় এনে দেন রোনাল্ডো।

Cristiano Ronaldo (Photo Credits: Getty Images)

বুদাপেস্ট, ১৬ জুন: ইউরো কাপে (Euro Cup 2020) নেমেই মাতিয়ে দিলেন পর্তুগালের (Portugal) মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গতকাল, মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিরুদ্ধে খেলার একেবারে শেষের দিকে জোড়া গোল করে দলকে জয় এনে দেন রোনাল্ডো। গ্রুপ অফ ডেথে এই জয়টা খুবই দরকার ছিল পর্তুগালের। হাঙ্গেরির বিরুদ্ধে জয় না এলে ফ্রান্স, জার্মানির মত শক্তিশালী দুটো দেশের বিরুদ্ধে আগামী দুটো ম্যাচে খুবই চাপে পড়ে যেতে পর্তুগাল।

অথচ ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত কিছুতেই গোল করতে পারছিল না পর্তুগাল। ৮৪ মিনিটে রাফায়েল গুয়েরোর গোলের পর রোনাল্ডো নিজের জাত চেনান।

ম্যাচের পর ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন রোনাল্ডো। গতবারের দেশকে ইউরো চ্যাম্পিয়ন করা রোনাল্ডো এবারও টুর্নামেন্ট জিততে মরিয়া সেটা বোঝা যাচ্ছে তাঁর কথাবার্তাতেই। শনিবার রাতে রোনাল্ডোদের ডু অর ডাই ম্যাচ জার্মানির বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে পর্তুগালের। কারণ ফ্রান্সের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছে জার্মানি।

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

এক নজরে দেখে নেওয়া যাক গতকাল জোড়া গোল করে রোনাল্ডো কী কী রেকর্ড ভাঙলেন--

ইউরো কাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এখনও পর্যন্ত ইউরোতে রোনাল্ডো ১১টা গোল করেছেন।

পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা হলেন সিআরসেভেন। দেশের হয়ে এখনও পর্যন্ত মোট ১০৬টা গোল করেছেন রোনাল্ডো।

প্রথম ফুটবলার হিসেবে পাঁচটা ইউরো কাপে খেলার বিরল নজির গড়লেন। ২০০৪ ইউরো কাপে দেশের মাটিতে প্রথমবার খেলেন রোনাল্ডো।

টানা পাঁচটা ইউরো কাপেই গোল করার নজিরও গড়েছেন তিনি।