Eoin Morgan: আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, উত্তরসূরি হয়ত বাটলার-ই

ইংল্যান্ড ক্রিকেটে একটা যুগের অবসান। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক ইয়ন মর্গ্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

Eoin Morgan (File Photo)

লন্ডন, ২৮ জুন: ইংল্যান্ড ক্রিকেটে একটা যুগের অবসান। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক ইয়ন মর্গ্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। বেশ কয়েক মাস ধরেই একেবারেই ফর্মে ছিলেন না কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ দুটি ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। তবে কেরিয়ারের শেষের দিকে ফর্ম হারালেও সাদা বলের ক্রিকেটে মর্গ্যান যে ইংল্যান্ডের সর্বকালের সেরাদের মধ্যে থাকবেন সেটাই এক কথায় সবাই মানবেন। ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার চার বছরের মধ্যে ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করানো অধিনায়ক মর্গ্যানের ম্যাচ জেতানো ইনিংস অসংখ্যা। যেমন ভাল ফিনিশার, তেমনই তার শটের বাহার। সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বড় ম্যাচ উইনার। ২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন মর্গ্যান। ২০১০ সালে ইংল্য়ান্ডের প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য়ও ছিলেন মর্গ্যান।

২৪৮টি ওয়ানডে খেলে মর্গ্যান করেছেন ৭ হাজার ৭০১ রান, সর্বোচ্চ স্কোর ১৪৮, গড় ৩৯.২৯। পাশাপাশি ১১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে করেছেন ১৮০৫ রান। ২০১৫ বিশ্বকাপের দু মাসে আগে তাঁকে ইংল্যান্ডের নেতৃত্বে আনা হয়। সেই বিশ্বকাপে ইংল্যান্ড গ্রুপ লিগ থেকে বিদায়ের মহালজ্জার মুখে পড়ে। তবে এরপরেও মর্গ্যানের ওপর আস্থা রাখেন ইংল্যান্ডের নির্বাচকরা। সেই বিশ্বাসের মর্যাদা রেখে ২০১৯ সালে দেশকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এনে দেন তিনি। আরও পড়ুন- সরাসরি দেখুন ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ

দেখুন টুইট

মর্গ্যানের উত্তরসূরি হিসেবে জোস বাটলারের নাম সবচেয়ে বেশি করে উঠেছে। ভারতের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে বাটলারকে নেতৃত্বে দেখা যাতে পারে। বাটলারের পাশাপাশি উঠছে মইন আলির নামও।



@endif