IPL Auction 2025 Live

Ashes Series 2023: অ্যাসেজের চতুর্থ টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, জায়গা হল কি জিমির!

আগামী সপ্তাহের বুধবার ১৯ জুলাই থেকে ম্যানচেস্টারে ওল্ড ট্র্য়াফোর্ড শুরু হবে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট।

James Anderson (Photo Credits: Twitter/@ICC)

লিডসে বেন স্টোকসদের দুরন্ত জয়ের পর দারুণ জমে গিয়েছে চলতি অ্যাসেজ সিরিজ। আগামী সপ্তাহের বুধবার ১৯ জুলাই থেকে ম্যানচেস্টারে ওল্ড ট্র্য়াফোর্ড শুরু হবে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়া ২-১ এগিয়ে থালেও মানসিক দিক থেকে চাঙ্গা হয়েই নামবে ইংল্যান্ড। সিরিজের প্রথম দুটি টেস্টে জেতার মত জায়গা থেকেও শেষ পর্যন্ত হেরেছিল বেন স্টোকসের দল।

ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। লিডসে খেলা প্রথম একাদশের সঙ্গে জেমস অ্যান্ডারসন, জোশ টাঙ্গরাও থাকলেন। স্কোয়াডে আছেন ব্য়াটার-স্পিনার জান লরেন্স।

ম্য়ানচেস্টারে ইংল্যান্ডের প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ১৪ জনের স্কোয়াডে থাকলেও লিডসের পর ওল্ড ট্রাফোর্ডেও হয়তো রিজার্ভ বেঞ্চে বসতে হবে  টেস্টে ৬৮৮টি উইকেটের মালিক ৪০ বছরের তরুণ জেমস অ্যান্ডারসনের।

দেখুন টুইট

ইংল্যান্ডের ঘোষিত ১৪ জনের স্কোয়াড: জ্যাক ক্রাউলে, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মইন আলি, ওলে রবিনসন, ক্রিস ওকস, জোশ টাঙ্গ, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, ডান লরেন্স, জেমস অ্যান্ডারসন

লিডস টেস্টে ইংল্যান্ডের একাদশ যেমন ছিল: জ্যাক ক্রাউলে, বেন ডাকেট, মইন আলি, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), ক্রিস ওকস, মার্ক উড। বাদ পড়েছিলেন-জেমস অ্যান্ডারসন, জোশ টাঙ্গ।