England Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দল ঘোষণা ইংল্যান্ডের, বাদ রুট, বাটলারের স্কোয়াডে একাধিক চমক

ইংল্যান্ডের সীমিত ওভারের দুই ফর্ম্যাটের দল থেকে বাদ পড়লেন তারকা ব্যাটার জো রুট। আগামী মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামছে ইংল্যান্ড।

Joe Root (Photo Credit: England Cricket/ X)

ইংল্যান্ডের (England Cricket Team) সীমিত ওভারের দুই ফর্ম্যাটের দল থেকে বাদ পড়লেন তারকা ব্যাটার জো রুট। আগামী মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামছে ইংল্যান্ড। টানা দুটো বিশ্বকাপ-২০২৩ ওয়ানডে ও ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল জোস বাটলারের দলের। অথচ সেই দুটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর ফেভারিট তকমা নিয়ে নেমেছিল ইংল্যান্ড। এবার নতুন করে শুরু করতে চাইছে ইংল্যান্ড।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে সাউদাম্পটনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। তারপর হবে ওয়ানডে সিরিজ। দুই ফর্ম্যাটেই অধিনায়ক রাখা হয়েছে জোস বাটলার-কেই। টি টোয়েন্টি-তে ইংল্যান্ড স্কোয়াডে পাঁচজন নতুন মুখ। তাদের মধ্যে আছেন এসেক্সের তারকা ব্যাটার জর্ডন কক্স, ওয়ার্কশায়েরর জুটি জ্যাকব বেথেল ও ডান মুসলে, লেস্টারশায়ারের পেসার জোস হল, এবং হ্যাম্পশায়ার-এর পেসার জন টার্নার। ইংল্যান্ডের ওয়ানডে দলে রাখা হল গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ম্যাথু পটস ও উইকেটকিপার জেমি স্মিথ-কে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৯ সেপ্টেম্বর থেকে ট্রেন্টব্রিজে।

দেখুন কেমন হল ইংল্যান্ডের সীমিত ওভারের স্কোয়াড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্ট সিরিজে ইংল্যান্ডের স্কোয়াড--

জোস বাটলার (অধিনায়ক),ফিল সল্ট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, জন টার্নার, জ্যাকব বেথল, সাকিব মেহমুদ, ড্যান মৌসলে, ব্রাইডন কার্সে, জর্ডন ফক্স, স্যাম কুরান, জোস হাল,আদিল রশিদ, রেসে টপলে,জোফ্রে আর্চার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের স্কোয়াড--

জোস বাটলার (অধিনায়ক),ফিল সল্ট, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক,ব্রাইডন কার্সে, বেন ডাকেট,জোস হাল, উইল জ্যাকস, জ্যাকব বেথল, ম্যাথু পটস, আদিল রশিদ, জেমি স্মিথ, রেসে টপলে, জন টার্নার,জোফ্রে আর্চার।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ ২০২৪-এর ক্রীড়াসূচি-

প্রথম ম্যাচ- ১১ সেপ্টেম্বর

দ্বিতীয় ম্যাচ-১৩ সেপ্টেম্বর

তৃতীয় ম্যাচ-১৫ সেপ্টেম্বর

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ ২০২৪-এর ক্রীড়াসূচি-

প্রথম ম্যাচ- ১৯ সেপ্টেম্বর

দ্বিতীয় ম্যাচ- ২১ সেপ্টেম্বর

তৃতীয় ম্যাচ- ২৪ সেপ্টেম্বর

চতুর্থ ম্যাচ- ২৭ সেপ্টেম্বর

পঞ্চম ম্যাচ- ২৯ সেপ্টেম্বর