IPL Auction 2025 Live

Ashes 2021-22: ব্রিটিশ গর্ব দুরমুশ করে ৪-০ অ্যাসেজ জিতল অস্ট্রেলিয়া, ৪২ রানে ৯ উইকেটে হারিয়ে ইল্যান্ডের শেষেও বিপর্যয়

সব ভালর শেষটাও ভালই হল অস্ট্রেলিয়ার। হোবার্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়ে অ্যাসেজ সিরিজ ৪-০ জিতল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। পুরো সিরিজে একাধিপত্য দেখানো অজিরা হোবার্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১২৪ রানে গুঁটিয়ে দিয়ে তিন দিনেই ম্যাচ ও সিরিজ জিতে নিল।

Australia win Ashes 2021-22 by 4-0. (Photo Credits: Twitter)

হোবার্ট, ১৬ জানুয়ারি: সব ভালর শেষটাও ভালই হল অস্ট্রেলিয়া (Australia)-র। হোবার্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়ে অ্যাসেজ সিরিজ (Ashes Series 2021-22) ৪-০ জিতল প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া। পুরো সিরিজে একাধিপত্য দেখানো অজিরা হোবার্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১২৪ রানে গুঁটিয়ে দিয়ে তিন দিনেই ম্যাচ ও সিরিজ জিতে নিল। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও চার উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক ক্যাপ্টেন কামিন্স স্বয়ং। দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে অল আউট হলেও, প্রথম ইনিংসে ১১৫ রানের বড় লিড থাকায় হোবার্টে অজিদের জয়টা সহজই হল। কাজে এল না ইংল্যান্ডের পেসার মার্ক উডের ৩৭ রান দিয়ে ৬ উইকেটের স্পেলটা। আজ, রবিবার হোবার্টে ম্যাচের তৃতীয় দিনে পড়ল মোট ১৭টি উইকেট। অস্ট্রেলিয়ার ৭টি ও ইংল্যান্ডের ১০টি।

দেখুন  টুইট

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৭০ রান তাড়া করতে নেমে একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৮২ রান। তখন মনে হচ্ছিল জো রুটরা একটা মরণকামড় দিতে পারেন। কিন্তু এরপর কামিন্স- বোল্যান্ড-গ্রিনদের কামড়ে ইংল্যান্ড ৪২ রানের মধ্যে শেষ ৯টা উইকেট হারিয়ে বসে। আরও পড়ুন: বিরাটকে নিয়ে আবেগী পোস্টে কী লিখলেন অনুষ্কা শর্মা

একেবারে মহালজ্জার পারফরম্যান্স করে মাথা নিচু করে জো রুটরা ০-৪ হেরে দেশে ফিরছেন। একমাত্র চতুর্থ টেস্ট সিডনিতে কোনওরকমে হার বাঁচিয়ে হোয়াইটওয়াশ বাঁচালে, মহালজ্জা বাঁচাতে পারল না।

অ্যাসেজ সিরিজ ২০২১-২২ ফলাফল

প্রথম টেস্ট- ব্রিসবেন, অস্ট্রেলিয়া জয়ী ৯ উইকেটে

দ্বিতীয় টেস্ট- অ্যাডিলেড, অস্ট্রেলিয়া জয়ী ২৭৫ রানে

তৃতীয় টেস্ট- মেলবোর্ন, অস্ট্রেলিয়া জয়ী ১ ইনিংস ও ১৪ রানে

চতুর্থ টেস্ট- সিডনি, ড্র

পঞ্চম টেস্ট-হোবার্ট, অস্ট্রেলিয়া জয়ী ১৪৬ রানে

সিরিজ সেরা- ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)