Cristiano Ronaldo: রোনাল্ডোর বড় রেকর্ড ভাঙল ইন নেসাইরির মাথার জাদুতে
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায়ের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার (Qatar FIFA World Cup 2022) ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায়ের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই বিদায়ের ম্যাচেই রোনাল্ডোর একটা হেডারের বড় রেকর্ড ভাঙল। মরক্কোর তারকা স্ট্রাইকার ইন-নেইসরি পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে ২.৭৮ মিটার লাফিয়ে হেডারে গোল করেন।
পর্তুগালের গোলকিপার দিয়েগো কোস্তাকে ঠকিয়ে রেকর্ড লাফ লাফিয়ে হেডের মাধ্যমে গোল করেন ইন-নেইসরি। এতদিন সবচেয়ে বেশি উঁচুতে লাফিয়ে হেডারে গোল করার রেকর্ডটা ছিল রোনাল্ডোর দখলে।
দেখুন টুইট
জুভেন্তাসের জার্সিতে সাম্পোর্দিয়ার বিরুদ্ধে মাটিতে অনেকটা লাফিয়ে হেডের মাধ্যমে যে গোলটা করেছিলেন রোনাল্ডো, সেটাই ছিল এতদিনের রেকর্ড। দোহায় ভাঙল সেই রেকর্ড।