Cristiano Ronaldo: রোনাল্ডোর জোড়া গোলে বড় ম্যাচে জয় আল নাসেরের, দেখুন ভিডিয়ো

শুক্রবার রাতে সৌদি আরবের পেশাদার লিগে আল-আহলি সৌদির বিরুদ্ধে দলের ৪-২ গোলে জয়ে বড় অবদান রাখলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo . (Photo Credits: X)

সৌদি আরবের লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জাদু। শুক্রবার রাতে সৌদি আরবের পেশাদার লিগে আল-আহলি সৌদির বিরুদ্ধে দলের ৪-২ গোলে জয়ে বড় অবদান রাখলেন রোনাল্ডো। ম্যাচের ৪ মিনিটে গোল করে দলকে ১-০ এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। এরপর ম্যাচের ৫২ মিনিটে ফের গোল করেন সিআরসেভেন। ম্যাচ জিতে আল নাসের ক্লাব কর্তৃপক্ষকে ৩৮ বছরের রোনাল্ডো কথা দেন তিনি আর কোথাও যাবেন না, সৌদির এই ক্লাব থেকেই অবসর নেবেন। রোনাল্ডোর পাশাপাশি এদিন জোড়া গোল করেন আল নাসেরের ব্রাজিলিয়ান তারকা তালিস্কা।

রঘরের মাঠে রোনাল্ডোর শুরুর গোলের পর ১৭ মিনিটে আল নাসের লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা তালিস্কা। ৩০ মিনিটে ব্যবধান কমান আল-আহলির ফ্র্য়াঙ্ক কিসি। বিরতির আগে ইনজুরি টাইমে ফের তালিস্কার গোলে ৩-১ এগিয়ে যান আল নাসের। এরপর ম্যাচের ৫০ মিনিটে রিয়াদ মাহারেজের পেনাল্টি গোলে ৩-২ করে আল-আহলি। ম্যাচের ৫২ মিনিটে রোনাল্ডোর গোলে ৪-২ হয়ে যায়। খেলা শেষের মিনিট তিনেক আগে ব্যবধান কমান ফেরাস আলবিকিরান।

দেখুন রোনাল্ডোর গোলের ভিডিয়ো

চলতি বছর সব মিলিয়ে রোনাল্ডোর মোট ৩৪টি গোল করা হয়ে গেল। যেখানে অবিশ্বাস্য ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির নরওয়ের তারকা স্ট্রাইকার চলতি বছর ৩৬টি গোল করেছেন।

এদিন দুরন্ত জয়ের পর আল আহলিকে টপকে সৌদি প্রো বা পেশাদার লিগে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এল আল নাসের। ৭ ম্যাচ খেলে ৫টি জিতে, ২টিতে পরাজয়ের পর রোনাল্ডোদের পয়েন্ট এখন ১৫। সেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে করিম বেঞ্জিমা, কন্তেদের ক্লাব আল ইতিহাদ (৭ ম্যাচে ১৮ পয়েন্ট)। নেইমারের আল হিলাল আছে দুই নম্বরে (১৭ পয়েন্ট)।