Cristiano Ronaldo: দুনিয়ার প্রথম মানুষ হিসেবে ইনস্টায় ৫৫ কোটি ফলোয়ার রোনাল্ডোর
দেশের জার্সিতে কাতারে বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। লিওনেল মেসির সঙ্গে সর্বকালের সেরার লড়াইয়েও কয়েক ক্রোশ পিছিয়ে পড়েছেন।
মাঠে তাঁর ফর্ম নিয়ে যত সমালোচনাই হোক। সোশ্য়াল মিডিয়ায় রাজত্বের আরও একটা মাইলফলক গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফর্ম হারিয়ে ইউরোপিয়ান ফুটবলে ঠাঁই না পেয়ে অনামী সৌদি আরবে খেলছেন। দেশের জার্সিতে কাতারে বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। লিওনেল মেসির সঙ্গে সর্বকালের সেরার লড়াইয়েও কয়েক ক্রোশ পিছিয়ে পড়েছেন।
৩৮-এর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ফুটবল জীবনের গোধুলীতে এসে পড়েছেন। কিন্তু তাতে কী! ইনস্টাগ্রামের দুনিয়ায় রোনাল্ডোই সবার সেরা। দুনিয়ার প্রথম মানুষ হিসেবে ইনস্টাগ্রামে ৫৫ কোটি ফলোয়ার হয়ে গেল রোনাল্ডোর। আরও পড়ুন-সপরিবারে তিরুমালা তিরুপতি দর্শনে সূর্যকুমার যাদব, রইল ভিডিয়ো
সোশ্য়াল মিডিয়ায় সিআরসেভেন ঠিক কতা জনপ্রিয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। আসলে খেলার মাঠে বর্ণময় কেরিয়ারের পাশাপাশি, যে কোনও হলিউড সেলেবদের চেয়েও বেশী রঙীন জীবন, বিতর্কের পর বিতর্ক, ছবির জগতে দারুণ স্বাচ্ছন্দ্যে-এই এতগুলো এক্স ফ্যাক্টার থাকায় লিওনেল মেসি (৪৩ কোটি ২০ লক্ষ ফলোয়ার), কেইলি জেনার (৩৮ কোটি), সেলেনা গোমেজ (৩৭ লক্ষ ৮০ কোটি) টপকে সবার আগে সিআরসেভেন।