World Cup 2023 Ticket Sales Date: সাত দফায় পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট, শুরু ২৫ আগস্ট থেকে; জানুন বিস্তারিত

টিকিট বিক্রি শুরুর আগে ভক্তরা ১৫ আগস্ট থেকে রেজিস্টার করতে হবে বিশ্বকাপের ওয়েবসাইটে

World Cup Tickets (Representational Image) (Photo Credit: Twitter)

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট। বিশ্বকাপের সংশোধিত সূচি প্রকাশ হওয়ার পরপরই আইসিসির পক্ষ থেকে জানানো হয় যে, ভারত-পাকিস্তান ম্যাচ সহ নয়টি ম্যাচের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে। ওয়ার্ম-আপ ও টুর্নামেন্টের সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট। এরপর বাকী ছয় ধাপে টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি শুরুর আগে ভক্তরা ১৫ আগস্ট থেকে https://www.cricketworldcup.com/register -এর মাধ্যমে তাদের আগ্রহ নিবন্ধনের সুযোগ পাবেন। এর ফলে তারা প্রথমে টিকিটের খবর পাবে এবং বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করতে সহায়তা করবে এবং ক্রিকেটের আনন্দ উপভোগ করতে পারবে বলে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে। IND vs IRE T20I Media Rights: ভায়াকম ১৮-জিও সিনেমার ঝুলিতে ভারত বনাম আয়ারল্যান্ড টি-২০ মিডিয়া স্বত্ব

দেখুন সাত দফার টিকিট বিক্রির সূচি

২৫ আগস্ট: ওয়ার্ম-আপ এবং বিশ্বকাপের যে সমস্ত ম্যাচ ভারতের নয়।

৩০ আগস্ট: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচ।

৩১ আগস্ট: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ৮ অক্টোবর, দিল্লি (আফগানিস্তানের বিপক্ষে), ১১ অক্টোবর এবং পুনে (বাংলাদেশের বিপক্ষে), ১৯ অক্টোবর

১ সেপ্টেম্বর: ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, ২২ অক্টোবর, লখনউ (ইংল্যান্ডের বিরুদ্ধে), ২৯ অক্টোবর এবং মুম্বই বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর

২ সেপ্টেম্বর: বিশ্বকাপের কলকাতায় ভারতের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), ৫ নভেম্বর এবং বেঙ্গালুরুতে (নেদারল্যান্ডের বিপক্ষে), ১২ নভেম্বর

৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, (১৪ অক্টোবর)

১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনাল



@endif