Women Asia Cup Semifinals 2024: মহিলা এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ, পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা থাইল্যান্ডকে ৭ উইকেটে ৯৩ রানে আটকে রেখে ১০ উইকেটে জয় পায় এবং বাংলাদেশ ২ উইকেটে ১৯১ রান করে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের জয় পায়।
বুধবার (২৪ জুলাই) ডাম্বুলায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা মহিলা জাতীয় ক্রিকেট দল। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা, একই দিনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। থাইল্যান্ডকে ১০০ রানের নিচে আটকে রাখতে শুরু থেকেই অবিরাম চেষ্টা চালিয়ে যায় শ্রীলঙ্কার বোলাররা। নান্নাপাত কনচারোয়েনকাই (৫৩ বলে ৪৭*) থাইল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান ছিলেন যিনি প্রতিরোধ দেখান এবং তার ইনিংসটি দলের মোট অর্ধেকেরও বেশি ছিল। কাভিশা দিলহারি (২-১৩) লঙ্কানদের পক্ষে একটি নিখুঁত বোলিং প্রচেষ্টার নেতৃত্ব দেন এবং তাদের ওপেনাররা ৫১ বল বাকি থাকতেই রান তাড়া করে নেন। চামারি আথাপুথু (৩৫ বলে ৪৯*) ও ভিশমি গুনারত্নে (৩৪ বলে ৩৯*) ফিনিশিং লাইন অতিক্রম করে শ্রীলঙ্কার অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখেন। Women Asia Cup Semifinal 2024: মহিলা এশিয়া কাপ সেমিফাইনালে জায়গা পাকা ভারত এবং পাকিস্তানের
গতকাল দিনের প্রথম ম্যাচে মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর বল হাতে ক্লিনিক্যাল খেলা দেখিয়ে বুধবার (২৪ জুলাই) এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। মুর্শিদা ৫৯ বলে ৮০ ও সুলতানা মাত্র ৩৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে বাংলাদেশের স্কোর হয় ১৯১/২। মালয়েশিয়া লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই অনেক পিছিয়ে ছিল, নিয়মিত উইকেট তাদের ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রানে আটকে দেয়। আগামীকাল বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল মুখোমুখি হবে ভারতের।