IPL Auction 2025 Live

Sundar Replaces Axar: বাংলাদেশ ম্যাচে চোটের জের, ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অক্ষর প্যাটেলের জায়গায় চান্স পেলেন ওয়াশিংটন সুন্দর

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোর ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। আর সেই বাম কোয়াড্রিসেপ স্টেনের কারণেই এশিয়ার কাপের ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়লেন তিনি।

Photo Credits: Insta

মুম্বই: শুক্রবার বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে সুপার ফোর ম্যাচ (Super Four match) খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। আর সেই বাম কোয়াড্রিসেপ স্টেনের (left quadriceps strain) কারণেই এশিয়ার কাপের ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়লেন তিনি। তাঁর স্থানে টিম ইন্ডিয়াতে জায়গা করে নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar )।

শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা বাংলাদেশের সঙ্গে ম্যাচে চোট পাওয়ার কারণে এশিয়ার কাপের ফাইনালে শ্রীলঙ্কার (Asia Cup final against Sri Lanka) বিরুদ্ধে খেলতে পারছেন না অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটি মিস্টার ওয়াশিংটন সুন্দরকে বেছে নিয়েছেন। ওই অলরাউন্ডার শনিবার সন্ধ্যাতেই কলম্বো (Colombo) গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে (Colombo) ভারতীয় দলে থাকছেন, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশোর (উইকেটরক্ষক, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও ওয়াশিংটন সুন্দর। আরও পড়ুন: Champions Boat League 2023: কেরলে পর্যটন দফতরের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা প্রতিযোগিতা, দেখুন ভিডিয়ো