Wash Out Scenario, Asia Cup 2023: বৃষ্টিতে সব ম্যাচ ভেস্তে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান, জানুন ভারতের সমীকরণ

বৃষ্টিতে সব ম্যাচ ভেস্তে গেলে বাংলাদেশ এশিয়া কাপ থেকে দুই পয়েন্টের কারণে ছিটকে যাবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল ভেস্তে গেলে ট্রফি ভাগাভাগি হয়ে যাবে।

Asia Cup Trophy 2023 (Photo Credit: CricTracker/ X)

এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের ম্যাচগুলি সম্প্রতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ শ্রীলঙ্কার কলম্বোয় বিপজ্জনক আবহাওয়া এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কলম্বোয় সব ম্যাচগুলো করানোর সিদ্ধান্ত নিয়েছে। সুপার ফোরের বাকি ম্যাচগুলো কলম্বোর খারাপ আবহাওয়ার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তান আজ কলম্বোর উদ্দেশে রওনা দিয়েছে। তবে যদি আবহাওয়ার খামখেয়ালিপনা চলতে থাকে এবং সুপার ফোরের বাকি ম্যাচগুলো ভেস্তে যায়, তাহলে চার পয়েন্ট নিয়ে পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে ফাইনালের টিকিট নিশ্চিত করবে। একাধিক ম্যাচ পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা ও ভারতকে তিন পয়েন্ট করে নিয়ে একই নেট রান রেটে দাঁড়িয়ে থাকতে হবে। Netherlands Squad, ICC ODI World Cup 2023: অভিজ্ঞ জুটি নিয়ে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

এই অচলাবস্থার সমাধানের জন্য, একটি কয়েন টস টাইব্রেকার হিসাবে ব্যবহার করা হবে, এই দুটি দলের মধ্যে কোনটি ফাইনালে চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতা করার সুযোগ অর্জন করবে তা নির্ধারণ করবে। সুপার ফোরের একটি ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশকে আরও দুটি ম্যাচ খেলতে হবে। বৃষ্টিতে সব ম্যাচ ভেস্তে গেলে বাংলাদেশ এশিয়া কাপ থেকে দুই পয়েন্টের কারণে ছিটকে যাবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল ভেস্তে গেলে ট্রফি ভাগাভাগি হয়ে যাবে।

এর আগে, হাম্বানটোটাকে বিকল্প হিসেবে সুপার ফোরের ম্যাচ ঘোষণার পর ফের এসিসি সভাপতি জয় শাহ কলম্বোয় ম্যাচ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন। কলম্বোতে আগামী ১৫ দিন বৃষ্টির সম্ভাবনা থাকা সত্ত্বেও এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের পুরো ম্যাচগুলো হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

আবহাওয়ার পূর্বাভাস এবং বৃষ্টির কারণে ম্যাচগুলো খারাপ হওয়ার সম্ভাবনার কথা বিবেচনা করে প্রথমে বিকল্পের এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি আরও একবার ই-মেইলের মাধ্যমে এসিসি চেয়ারম্যানের নেতৃত্বাধীন সব অংশগ্রহণকারীকে জানানো হয়। তবে পরে ই-মেইলটি প্রত্যাহার করা হয় যে ম্যাচগুলি কলম্বোতে অনুষ্ঠিত হবে।

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এসিসির মাধ্যমে একতরফা সিদ্ধান্তে হতাশ এবং বিষয়টির মূলে পৌঁছানোর জন্য একটি প্রেসিং অ্যাসেম্বলির কথা উল্লেখ করেছে। ২০২৩ সালের এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন করে নতুন ভেন্যু কারণে পিসিবিকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বলে তাঁদের দাবি। তবে যেমনটা মনে হচ্ছে, বড় ধরনের বৃষ্টির হুমকি, এমনকি আকস্মিক বন্যার আশঙ্কা থাকলেও কলম্বো ম্যাচ আয়োজন করবে। এদিকে, বৃহস্পতিবার কলম্বোয় প্রবল বৃষ্টিতে ইন্ডোর অনুশীলন করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট দল।