Viral Video: পতাকা ধরতে পারে না, আবার নাকি 'কাশ্মীর চাই', পাক ক্রিকেট সমর্থককে তীব্র কটাক্ষ ভারতীয়দের, দেখুন

ভারত ও পাকিস্তান মুখোমুখি মানেই সেই খেলায় থাকবে হাজারো মজা, বাহারি রঙ। আর সেই খেলা যদি বিশ্বকাপের মঞ্চে হয় তাহলে তো কথাই নেই। ই

ভারত ও পাকিস্তান মুখোমুখি মানেই সেই খেলায় থাকবে হাজারো মজা, বাহারি রঙ। আর সেই খেলা যদি বিশ্বকাপের মঞ্চে হয় তাহলে তো কথাই নেই। ইতিমধ্যেই সুপার ১২ এর ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। সেই মাঠেই এক পাক সমর্থকের কীর্তি ভাইরাল হল নেট দুনিয়ায়। স্টেডিয়ামে বসে নিজের দেশের পতাকা উলটো ধরে নাড়াতে দেখা গেল তাকেই। সেই দেখেই দুই ভারতীয় সমর্থক তাঁকে তাঁর ভুল শুধরে দেন। সেই সমর্থক ভুল শুধরেও নেন। কিন্তু ভাইরাল হয়ে যায় ভারতীয় সমর্থকের রসিকতা, তিনি বলেন - 'পতাকা ঠিক করে ধরতে পারে না ওদের আবার কাশ্মির লাগবে' বলেই হাসতে শুরু করেন ওই দুই সমর্থক। দেখুন সেই মজার ভিডিও_