Steve Smith Fined For Slow Over-Rate: স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকা জরিমানা স্টিভ স্মিথের

স্লো ওভার রেটের (Slow over-rate) কারণে জরিমানা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক স্টিভ স্মিথের (Steve Smith)। তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানে হেরেছেন স্মিথরা। আইপিএল-র এক বিবৃতিতে বলা হয়েছে, "আইপিএল-র ন্যূনতম ওভার-রেট সম্পর্কিত আচরণবিধির আওতায় এই মরশুমে তাঁর দলের প্রথম অপরাধ হিসাবে স্মিথকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।" এর আগে, সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের সময় স্লো ওভার-রেটের কারণে দিল্লির ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকেও জরিমানা করা হয়েছিল।

Steve Smith In Action (Photo Credits: Twitter)

স্লো ওভার রেটের (Slow over-rate) কারণে জরিমানা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক স্টিভ স্মিথের (Steve Smith)। তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানে হেরেছেন স্মিথরা। আইপিএল-র এক বিবৃতিতে বলা হয়েছে, "আইপিএল-র ন্যূনতম ওভার-রেট সম্পর্কিত আচরণবিধির আওতায় এই মরশুমে তাঁর দলের প্রথম অপরাধ হিসাবে স্মিথকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।" এর আগে, সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের সময় স্লো ওভার-রেটের কারণে দিল্লির ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকেও জরিমানা করা হয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায়, শেখ জায়েদ স্টেডিয়ামে ১৯৪ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ১৩৬ রানে গুটিয়ে যায়। স্মিথ করেন মাত্র ৬ রান। জাসপ্রিত বুমরা যে চারটি উইকেট নিয়েছিলেন, তার মধ্যে স্মিথের উইকেট রয়েছে। ৪৪ বলে ৭০ রান করে কিছুটা লড়াই দেন জোস বাটলার।আরও পড়ুন: Shaheen Bagh Protests: প্রতিবাদ করার জন্য পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখল করা যায় না: সুপ্রিম কোর্ট

গতকালের জয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আট পয়েন্ট নিয়ে আইপিএল-র পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে গেছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস পাঁচটি খেলায় চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা।