Smriti Mandhana: সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়ে দলকে সিরিজ জেতালেন স্মৃতি মন্ধনা

মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে নিউ জিল্যান্ডের করা ২৩২ রানের জবাবে, স্মৃতির ১২২ বলে ১০০ রান ও অধিনায়িকা হরমনপ্রীত কৌরের ৬৩ বলে ৫৯ অপরাজিত রানের ইনিংসের সৌজন্যে ৩৪ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।

Smriti Mandhana. (Photo Credits: Twitter)

আমেদাবাদ, ২৯ অক্টোবর: রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় মহিলা দলকে ওয়ানডে সিরিজে জেতালেন তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)।সেই সুবাদে কিউই মহিলা দলের বিরুদ্ধে ২-১ ওয়ানডে সিরিজে জিতল ভারতীয় মহিলা দল। টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বিদায়ের লজ্জার পর দেশের মাটিতে কিউইদের হারিয়ে ঘুরে দাঁড়াল হরমনপ্রীত কৌরের দল। প্রথমবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ভারতে খেলতে এসেছিল নিউ জিল্যান্ড মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দল জিতেছিল ৫৯ রানে, দবিতীয় ম্যাচে ৭৬ রানে জিতেছিল কিউইরা। এরপর এদিন সিরিজের নির্ধারক ম্যাচে বাজিমাত করলেন হরমনপ্রীত কৌর-রা।

মিতালী রাজের রেকর্ড ভেঙে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশী বার সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধনা। মোদী স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকান স্মৃতি। এর ফলে তাঁর ওয়ানডে ক্রিকেটে আটটা সেঞ্চুরি করা হয়ে গেল। যেখানে ভারতীয় মহিলা ক্রিকেটের সচিন তেন্ডুলকর হিসেবে পরিচিত মিতালী রাজের ওয়ানডে ক্রিকেটে সাতটি সেঞ্চুরি আছে। ২৩২টি ওয়ানডে খেলে মিতালী সাতটি সেঞ্চুরি করেছিলেন। সেখানে ২৮ বছরের মুম্বইয়ের বাঁ হাতি ওপেনার স্মৃতি তাঁর কেরিয়ারের ৮৮তম ওয়ানডে-তে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকালেন। ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত ৪৪ ব্যাটিং গড়ে ৩ হাজার ৭০০ রান করেছেন স্মৃতি। ওয়ানডে-তে আটটির পাশাপাশি টেস্টে ২টি সেঞ্চুরি আছে তাঁর। সেখানে মিতালী রাজের ওয়ানডে-তে সাতটি ও টেস্টে ১টি সেঞ্চুরি আছে।

সিরিজ জিতল ভারতীয় মহিলা দল

প্রসঙ্গত, মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বাধিকবার সেঞ্চুরির নজিরটা আছে অস্ট্রেলিয়ার মেগ লানিং (১৫টি)-এর দখলে। মহিলাদের ওয়ানডে-তে ১০টি ও তার বেশী সেঞ্চুরি আছে মাত্র তিনজনের। লানিং (অস্ট্রেলিয়া) ১৫টি, সুজা বাটিস (নিউ জিল্যান্ড) ১৩টি, ও টামি বেউমন্ট (ইংল্য়ান্ড) ১০টি-এর। মহিলাদের ওয়ানডে-তে সর্বাধিক বার সেঞ্চুরির হিসেবে দুনিয়ার মধ্যে সাত নম্বরে আছেন স্মৃতি।