Salman Butt Removed: বিতর্কের মুখে একদিনেই পাকিস্তানের নির্বাচক প্যানেল থেকে সরলেন সলমান বাট

তিনি বলেন, তাঁর (ওয়াহাব) ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত বাটকে তিনি অগ্রাধিকার দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি পিসিবির সুনাম এবং নিজের সততা বজায় রাখাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে জানিয়ে নিশ্চিত করেছেন যে বাট এখন দল নির্বাচনের সাথে জড়িত থাকবেন না

Salman Butt & Wahab Riaz (Photo Credits: X)

পাকিস্তান ক্রিকেটের নয়া প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের (Wahab Riaz) পরামর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরই সরে দাঁড়ালেন সালমান বাট (Salman Butt)। গতকাল পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, অবিলম্বে নির্বাচনের পরামর্শক প্যানেল থেকে বাটের নাম প্রত্যাহার করা হচ্ছে। শুধু তাই নয় ওয়াহাবের অভিযোগ, উপদেষ্টা প্যানেলে বাটের মনোনয়নের পর পিসিবির নাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে মিডিয়া। তিনি বলেন, তাঁর (ওয়াহাব) ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত বাটকে তিনি অগ্রাধিকার দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি পিসিবির সুনাম এবং নিজের সততা বজায় রাখাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে জানিয়ে নিশ্চিত করেছেন যে বাট এখন দল নির্বাচনের সাথে জড়িত থাকবেন না। শুক্রবার কামরান আকমল (Kamran Akmal) ও রাও ইফতিখার অঞ্জুমের (Rao Iftikhar Anjum) সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে নিয়োগ করা হয় বাটকে। Pakistan Cricket Selection Panel: ফিক্সিং ব্যান থেকে ফিরে পাকিস্তানের নির্বাচক প্যানেলে সলমান বাট, থাকছেন কামরান আকমল এবং রাও ইফতিখারও

প্যানেলের তিন সদস্যই পাকিস্তানের পঞ্জাব থেকে এসেছেন। ESPNCricinfo-এর খবর অনুসারে, ঐতিহাসিকভাবে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী অঞ্চল হল পঞ্জাব। এদিকে ওয়াহাব বর্তমানে পঞ্জাব সরকারের একটি সরকারি মন্ত্রকও সামলাচ্ছেন, যে কারণে বোর্ড তাঁর বিপক্ষে পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেওয়ার অভিযোগ আনে। কিন্তু বাটের নিয়োগই সবচেয়ে বেশি হইচই ফেলে দেয়ে। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর প্রথমবার পিসিবিতে জায়গা পান বাট। নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফেরার পর ঘরোয়া ক্রিকেট ও পিএসএল খেলেছেন। বিভিন্ন গণমাধ্যমে বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কিন্তু বাটের নিয়োগ পিসিবির অভ্যন্তরে তীব্র বিতর্কের জন্ম দেয়, যার ফলে অন্তত একজন কর্মচারী পদত্যাগের হুমকি দেন। সমালোচনা বেড়ে যাওয়ায় শনিবার সন্ধ্যায় তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন ডেকে প্যানেল থেকে বাটের নাম প্রত্যাহার করে নেন ওয়াহাব। এই প্রসঙ্গে ওয়াহাব বলেন, খুব শিগগির একজন বদলির নাম ঘোষণা করা হবে করাচী থেকে। জানা গিয়েচ, আসাদ শফিককে (Asad Shafiq) ওই পদে নিয়োগ করা হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now