SA vs NZ Toss Update & Playing XI: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের; জানুন দু'দলের একাদশ
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ৩২তম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বুধবার পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের আসরের সবচেয়ে দাপুটে দুটি দল তারা। দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্টে ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ৮টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে নিউজিল্যান্ড, ২টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৯৯ রান ও দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩০৬ রান উঠেছে। ১৭২ রান দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ও ১৭৭ রান নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ সম্ভবত ব্যাটসম্যানদের অনেক কিছু দিতে পারে। গত পাঁচ ম্যাচে গড় প্রথম ইনিংসের স্কোর ২৯৬ রান। যে দল টস জিতবে তারা হয়তো বল করতে চাইবে। Kane Williamson Ruled Out: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও থাকছেন না কেন উইলিয়ামসন
টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, বাদ পড়েছেন লকি ফার্গুসন দলে এলেন টিম সাউদি। দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন রাবাডা এবং বাদ তাবরেজ শামসি।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশঃ ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, জেরাল্ড কোতজি, লুঙ্গি এনগিডি।