SA vs AUS, CWC Semi-Final Toss Update & Playing XI: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার; জানুন দু'দলের একাদশ
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৭ জয় ও +১.২৬১ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াও নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেলেও নেট রান রেট কম থাকায় তাঁর পরের স্থানে রয়েছে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসরে ৭ ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ৭টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে অস্ট্রেলিয়া, ৩টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৭৭ রান ও দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩২৫ রান সংগ্রহ করা হয়। SA vs AUS, CWC Semi-Final 2023 Live Streaming: বিশ্বকাপ ফাইনালে কি জায়গা করবে অজিরা নাকি ইডেনে ইতিহাস গড়বে প্রোটিয়ারা; সরাসরি দেখবেন যেখানে
ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত মোট চারটি ম্যাচ হয়েছে। প্রথম দুই ম্যাচে প্রথমে ব্যাট করা দল ২৫০ রানেরও কম রানে গুটিয়ে যায়। শেষ দুই ম্যাচে প্রথমে ব্যাট করা দলগুলো ৩০০ রানের গণ্ডি পার করে। অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এখানে খেলতে নামবে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের ম্যাচ হেরেছে ভারতের কাছে ২৪৩ রানে। শেষ পাঁচ ম্যাচে গড় প্রথম ইনিংসের স্কোর ২৬২ রান। টসে জয়ী দলগুলো শেষ পাঁচ ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, এখানেও হয়তো একই ঘটনা ঘটতে পারে।
টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, এনগিডির পরিবর্তে আসছেন শামসি। অজি দলে স্টোইনিস ও অ্যাবট বাদ। ম্যাক্সওয়েল ও স্টার্ক দলে এসেছেন।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাডা, তাবরাইজ শামসি।