SA vs AUS 3rd ODI Result: ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা! অস্ট্রেলিয়াকে ১১১ রানে বিশাল ব্যবধানে পরাজিত করল প্রোটিয়ারা

দক্ষিণ আফ্রিকা- ৩৩৮/৬, অস্ট্রেলিয়া- ২২৭ (৩৪.৩ ওভার); ১১১ রানে জয় দক্ষিণ আফ্রিকার

SA vs AUS (Photo Credit: ICC/ X)

পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১১১ রানের বড় ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। ফলে সফরকারীরা ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজে জয়ের ধারা ধরে রাখতে পারেনি। টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের অর্ধশতক ও এডেন মার্করামের শতকের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩৮ রান তোলে। ৩৩৯ রান তাড়া করতে নেমে শুরুতে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়া। মার্করামকে বিশাল ছক্কা হাঁকান ডেভিড ওয়ার্নার। পরে ওয়ার্নারের ক্যাচ ড্রপ করেন ডেভিড মিলার, যিনি ব্যাট হাতেও সেরা সিরিজ কাটাতে পারেননি। জ্যানসেনের প্রথম ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ট্রাভিস হেড দক্ষিণ আফ্রিকার ওপর চাপ সৃষ্টি করেন এবং অষ্টম ওভারে হেড আউট না হওয়া পর্যন্ত প্রতি ওভারে ১০ রানের রান রেটে এগোতে থাকেন। Asia Cup 2023: লঙ্কার ঝাল সামলে এশিয়া কাপের ফাইনালে ভারত

মিচেল মার্শ আউট হওয়ার পর ডেভিড ওয়ার্নার ২৭ বলে ফিফটি তুলে নেন। তবে ১৫৭ রানের ২ উইকেটে তার রান আউটই খেলা ঘুরিয়ে দেয়। মহারাজের একটি দুর্দান্ত সরাসরি হিট ওয়ার্নারকে ফেরত পাঠিয়ে দেয়, শামসি এর আগে ফর্মে থাকা মার্নাস লাবুশানে গুগলি দিয়ে স্টাম্পড হন। ওয়ার্নারের উইকেটের পর অজি ইনিংসে ধস নামে। মহারাজের বলে স্টয়নিসকে স্টাম্পড হতে বেশি সময় লাগেনি এরপর ফরচুইনের বলে টিম ডেভিড বিতর্কিতভাবে ক্যাচ দেন। দক্ষিণ আফ্রিকার বোলার কোয়েটজি এরপর ক্যারি ও সংঘাকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে সাফল্য এনে দেন। নাথান এলিসকে আউট করে ইনিংসের শেষ চার উইকেট তুলে নেন তিনি। এর ফলে অস্ট্রেলিয়া ১৫৭-২ থেকে ২২৭ রানে অল-আউট হয়ে যায়। শেষ পর্যন্ত ১১১ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সেঞ্চুরিয়নে সিরিজে আশা জিইয়ে রাখে দক্ষিণ আফ্রিকা।

এর আগে টেম্বা বাভুমা ৫৭ ও কুইন্টন ডি ককের ৮২ রান করলে দক্ষিণ আফ্রিকা ৩৩৮ রানের বিশাল স্কোর গড়ে। প্রথম উইকেট জুটি যখন শতরানের মাইলফলক অতিক্রম করে তখনই ডি কক ট্রাভিস হেডের বলে আউট হন। তবে রেজা হেনড্রিক্স ও মার্করাম ছন্দ ধরে রেখে ওপেনারদের বেঁধে দেওয়া প্ল্যাটফর্মের পূর্ণ সদ্ব্যবহার করেন। মার্করামের সঙ্গে হাফসেঞ্চুরির জুটির পর রান আউট হন হেনড্রিক্স, আর তারপরই দ্রুত ফেরেন ক্লাসেন এবং মিলার কিন্তু এরপর আসে মারকো জানসেনের অসাধারণ ক্যামিও এবং এর পাশাপাশি মার্করাম অস্ট্রেলিয়ায় আক্রমণাত্মক হয়ে ওঠেন, শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১০২ রান।