SA vs AFG, Toss Update & Playing XI: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের; জানুন দু'দলের একাদশ

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

Afghanistan ODI Team (Photo Credit: ACB Media/ X)

আজ ১০ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। দু'দলের এটাই শেষ গ্রুপ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে, এই ম্যাচের ফলাফলে হয়তো খুব একটা ফারাক হবে না। আফগানিস্তানের বিপক্ষে জিতলে শীর্ষ চারের টিকিট নিশ্চিত হতে পারে। একমাত্র দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের মধ্যকার ওয়ান ডে ম্যাচে ১২৬ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে পিচ সম্ভবত ভারসাম্যপূর্ণ থাকবে। গত পাঁচ ম্যাচে গড় প্রথম ইনিংসের স্কোর ২৩৬ রান। যে দল টস জিতবে, তারা হয়তো এখানে বল করতে চাইবে। SA vs AFG, ICC ODI World Cup Live Streaming: আফগানদের সেমিফাইনালের শেষ লড়াই কি ভেস্তে দেবে প্রোটিয়ারা; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের, দলে কোনো পরিবর্তন নেই। দক্ষিণ আফ্রিকা দলে তাবরেজ শামসি ও মার্কো জানসেনকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে এবং দলে এসেছেন আন্দিল ফেলুকওয়ায়ো ও জেরাল্ড কোয়েটজি।

দক্ষিণ আফ্রিকার একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

আফগানিস্তানের একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ইকরাম আলিখিল, মুজিব উর রহমান, ফজলহাক ফারুকী, নবীন-উল-হক।