Rohit Sharma:বিশ্বজয়ী ছেলেকে স্নেহের চুম্বনে ভরালেন রোহিতের মা, ভাইরাল ভিডিয়ো
এতদিন পর ছেলেকে কাছে পেয়ে বুকে টেনে নেন মা পূর্ণিমা শর্মা। আদরের ছেলের কপালে এঁকে দেন স্নেহের চুম্বন।
নয়াদিল্লিঃ আদরের ছেলে বিশ্বজয় করে এসেছে বলে কথা। মেরিন ড্রাইভের (Marine Drive) ভিড়কে উপেক্ষা করে তাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ঠিক পৌঁছে গিয়েছেন পূর্ণিমা শর্মা। এমন ঐতিহাসিক দিনে ছেলের পাশে থাকবেন না তাই হয় নাকি! তাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে সোজা মুম্বই পৌঁছে যান ক্যাপ্টেন রোহিত শর্মার (Captain Rohit Sharma) বাবা-মা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ দিন ভারতীয় তারকাদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়। স্টেডিয়ামে উদযাপনের মাঝেই ওয়াংখেড়ের প্রেসিডেন্টস বক্সে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে আসেন রোহিত।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মা-ছেলের এই আবেগঘন মুহূর্তের ছবি। রোহির অবশ্য এই বিশেষ মুহূর্তটিকে গোপন রাখতেই চেয়েছিলেন। তাই প্রেসিডেন্টস বক্সে উপস্থিত ভক্ত এবং ক্যামেরাম্যানদের জায়গাটি খালি করে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ভিড়ের মাঝে তা সম্ভব হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রোহিতের মা পূর্ণিমা শর্মা বলেন, "এই দিনটা কখনও দেখতে পাব ভাবিনি। বিশ্বকাপ খেওলতে যাওয়ার আগে ছেলে বলে গিয়েছল টুর্নামেন্টের পর টি-২০ থেকে অবসর নেবে। আমি বলেছিলাম জিতে আসার চেষ্টা করো।" শরীর বিশেষ ভাল নয়, তা সত্ত্বেও এই বিশেষ দিনের সাক্ষী থাকতে ওয়াংখেড়েতে হাজির হয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার শরীর ভাল নেই। আজ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে এখানে ছুটে এসেছি। এই ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকতে চেয়েছিলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মা।"
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো