Rishabh Pant IPL Update: দুর্ঘটনার পর আইপিএল থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ, নিশ্চিত করলেন দিল্লি ক্যাপিটালসের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়

ঋষভ পন্থকে আইপিএলে পাওয়া যাবে না এবং তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। সৌরভ গাঙ্গুলি বলেন, 'আইপিএল খুব ভালো হবে, আমরা ভালো করব, কিন্তু ঋষভ পন্থের চোটের প্রভাব দিল্লি ক্যাপিটালসের ওপর পড়বে'।

Rishabh Pant and Sourav Ganguly in Delhi Capitals (Photo Credit: Baba Cric/ Twitter)

৩০ ডিসেম্বর ভোররাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। চোটের জন্য দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে মুম্বইয়ে চিকিৎসাধীন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। যেহেতু পন্থের চিকিৎসা সময়সাপেক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে এই ক্রিকেটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঋষভ পন্থকে আইপিএলে পাওয়া যাবে না এবং তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। সৌরভ গাঙ্গুলি বলেন, 'আইপিএল খুব ভালো হবে, আমরা ভালো করব, কিন্তু ঋষভ পন্থের চোটের প্রভাব দিল্লি ক্যাপিটালসের ওপর পড়বে'। Prithvi Shaw Record Breaking Triple Century: রঞ্জি ট্রফিতে অবিশ্বাস্য ট্রিপল সেঞ্চুরি পৃথ্বীর, ভাঙ্গলেন অনেক রেকর্ড

এর আগে লিগের ২০১৯ মরশুমে উপদেষ্টা হিসেবে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালনের পর তিনি এই দায়িত্ব ছেড়ে দেন। গত বছর অক্টোবরে গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হন রজার বিনি (Roger Binny)। ঋষভ পন্থ বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। গত বছর প্লে-অফে ওঠার দৌড়ে সামান্যই নেমেছিল ক্যাপিটালস। পঞ্চম স্থান নিশ্চিত করে তারা।

২০১৬ সালে প্রথমবারের মতো লিগে খেলার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। জাতীয় দলের অবিচ্ছেদ্য সদস্য পন্থ দুর্ঘটনার মাত্র চার দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের একাদশে ছিলেন। পন্থের অনুপস্থিতিতে একদিনের খেলাতে কিপার-ব্যাটারের দায়িত্ব সামলেছেন লোকেশ রাহুল (KL Rahul), আর শর্ট ফর্ম্যাটে উইকেটকিপিং গ্লাভস পরেছেন ইশান কিষাণ (Ishan Kishan)।