ICC Test Rankings: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে জসপ্রীত বুমরাহকে সরিয়ে শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন
এদিকে ২টি সেঞ্চুরিসহ ৪০০ রান করে সিরিজ শেষ করে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন রোহিত শর্মা
জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) পরিবর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বুধবার, ১৩ মার্চ র্যাঙ্কিং আপডেট হওয়ার পরে অশ্বিন ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। ২০১৫ সালের নভেম্বরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার এক নম্বরে উঠে আসা অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ টেস্টের সিরিজে তার বীরত্বের পুরস্কার পেয়েছেন এবং ভারত ৪-১ ব্যবধানে জিতেছে। পাঁচ টেস্টে দু'টি পাঁচ উইকেট-সহ মোট ২৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। সিরিজটি ধীর গতিতে শুরু করে এবং পারিবারিক মেডিকেল জরুরি অবস্থার কারণে তৃতীয় টেস্ট চলাকালীন ফিরে আসলেও নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। তবে সেই ধাক্কা পেছনে ফেলে রাঁচি ও ধর্মশালায় শেষ দুই টেস্টে দলকে জয়সূচক অবদান রাখেন অভিজ্ঞ এই অফ স্পিনার। টেস্টে দুই নম্বরে নেমে গেছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডের সঙ্গে যৌথভাবে জায়গা করে নিয়েছেন তিনি। ICC Player of The Month: ইংল্যান্ড বধে আইসিসির মাসিক সেরা যশস্বী জয়সওয়াল, মহিলাদের সেরা অ্যানাবেল সাদারল্যান্ড
অন্যদিকে রবীন্দ্র জাদেজা রয়েছেন সপ্তম স্থানে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের সেরাটা দেওয়া কুলদীপ যাদব টেস্ট খেলোয়াড়দের বোলিং র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। কুলদীপ ৪ টেস্টে ১৯ উইকেট নিয়ে ভারতের জয়ের রানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে ২টি সেঞ্চুরিসহ ৪০০ রান করে সিরিজ শেষ করে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক ৫ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন এবং যশস্বী জয়সওয়াল ৭১২ রানের রেকর্ড ব্রেকিং ট্যালির জন্য পুরস্কৃত হয়েছেন, যার মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে, তিনি দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। শুরুটা খারাপ করে দুই সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন শুভমন গিল।
দেখুন আইসিসি তালিকা