Rajshahi Royals vs Rangpur Rangers, BPL 2019–20 Live Streaming: এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ প্রেমিয়র লীগের সরাসরি সম্প্রচার
বাংলাদেশ প্রেমিয়র লীগের ২৮তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস (Rajshahi Royals) ও রংপুর রেঞ্জার্স (Rangpur Rangers)। ঢাকার মীরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) হবে ম্যাচটি। রংপুর রেঞ্জার্সের নেতৃত্বে রয়েছেন শেন ওয়াটসন। ক্রিকেট ভক্তরা খুলনা রাজশাহী রয়্যালস বনাম রংপুর রেঞ্জার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং সম্পর্কিত অন্যান্য খবর বিশদে পেতে চাইলে স্ক্রোল ডাউন করে একবার প্রতিবেদনটি পড়ে ফেলুন। রংপুর রেঞ্জার্সে তাদের আগের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে। অন্যদিকে রাজশাহী রয়্যালস ঢাকার প্লাটুনের কাছে শোচনীয়ভাবে হেরেছে। ১৭৪ রান তাড়া করে জিততে পারেনি তারা।
বাংলাদেশ প্রেমিয়র লীগের ২৮তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস (Rajshahi Royals) ও রংপুর রেঞ্জার্স (Rangpur Rangers)। ঢাকার মীরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) হবে ম্যাচটি। রংপুর রেঞ্জার্সের নেতৃত্বে রয়েছেন শেন ওয়াটসন। ক্রিকেট ভক্তরা খুলনা রাজশাহী রয়্যালস বনাম রংপুর রেঞ্জার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং সম্পর্কিত অন্যান্য খবর বিশদে পেতে চাইলে স্ক্রোল ডাউন করে একবার প্রতিবেদনটি পড়ে ফেলুন।
রংপুর রেঞ্জার্সে তাদের আগের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে। অন্যদিকে রাজশাহী রয়্যালস ঢাকার প্লাটুনের কাছে শোচনীয়ভাবে হেরেছে। ১৭৪ রান তাড়া করে জিততে পারেনি তারা। আরও পড়ুন: Humpy Koneru: ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন ভারতের হাম্পি কোনেরু
ম্যাচের সময় কখন জানেন?
বাংলাদেশ প্রেমিয়র লীগের এই প্রথম ম্যাচ টান টান উত্তেজনায় ভরা। মীরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী রয়্যালস বনাম রংপুর রেঞ্জার্সের ম্যাচ দেখতে হলে সন্ধে ছ'টার মধ্যে রেডি হয়ে নিন। ভারতীয় সময় সন্ধে ছ'টার সময় শুরু হচ্ছে খেলা। বাংলাদেশের স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ'টায় শুরু হবে খেলা।
ম্যাচটির লাইভ টেলিকাস্ট কীভাবে দেখবেন?
ভারতে বাংলাদেশ প্রেমিয়র লীগের অফিসিয়াল সম্প্রচারক হচ্ছে ডি স্পোর্টস। তাই প্রতিবেশী দেশের প্রেমিয়র লীগ দেখতে ডি স্পোর্টসে চোখ রাখতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। অন্যদিকে বাংলাদেশে ক্রিকেট ভক্তরা যাঁরা মীরপুরে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না তারা মাছরাঙা টেলিভিশনে চোখ রাখুন। এই টিভিই ম্যাচের সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। পাকিস্তান থেকে কেউ যদি এই ম্যাচ দেখতে চান তাহলে জিও সুপারে চোখ রাখুন। একইভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ প্রেমিয়র লীগ দেখতে হলে চোখ রাখতে হবে ফক্স স্পোর্টসে।
বিনামূল্যে অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
অনলাইনে বিনামূল্যে বাংলাদেশ প্রেমিয়র লীগের রাজশাহী রয়্যালস বনাম রংপুর রেঞ্জার্সের ম্যাচ দেখতে হলে ভারতীয় ক্রিকেট ভক্তরা চোখ রাখুন ফ্যানকোড-এ। কেননা এরাই অফিশিয়াল স্ট্রিমিং পার্টনার। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে গাজি টিভি বা জি-টিভি। সেখানেই দেখানো হবে সরাসরি লাইভ স্ট্রিমিং। পাকিস্তানে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও টিভিতে।