Pushkar Sharma: কেনিয়ার জাতীয় দলে খেলবেন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার পুষ্কর শর্মা
২০২২ সালের নভেম্বরে, রুয়ান্ডায় (Rwanda) অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ সাব-রিজিওনাল আফ্রিকা 'এ'(Sub Regional Africa 'A' Qualifier) কোয়ালিফায়ারে কেনিয়ার হয়ে পুষ্করের অভিষেক হয়।
আফ্রিকান ক্রিকেট সার্কিটে খেলা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার পুষ্কর শর্মাকে (Pushkar Sharma) কেনিয়ার (Kenya) জাতীয় ক্রিকেট দলে খেলার আহ্বান দেওয়া হল। প্রথমবারের মতো ডাক পাওয়া পুষ্করকে তার পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয়। ২০২২ সালের নভেম্বরে, রুয়ান্ডায় (Rwanda) অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ সাব-রিজিওনাল আফ্রিকা 'এ'(Sub Regional Africa 'A' Qualifier) কোয়ালিফায়ারে কেনিয়ার হয়ে পুষ্করের অভিষেক হয়। কেনিয়ার জাতীয় দলে নির্বাচিত হওয়া প্রসঙ্গে পুষ্কর নিজের ক্রিকেট যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ইন্ডিয়াফার্স্ট লাইফের (IndiaFirst Life) অব্যাহত সমর্থনের প্রশংসা করেছেন। তাদের আর্থিক সাহায্য না থাকলে তিনি কেরিয়ারে এতদূর পৌঁছাতেন না সেটাও জানান। তিনি বলেন, "ইন্ডিয়াফার্স্ট লাইফ আমাকে অনেক সাহায্য করেছে, যখন আমি আমার বাবার মারাত্মক অসুস্থতার সঙ্গে মোকাবিলা করছিলাম। এমন একটি সংগঠনের সমর্থন পাওয়া আমার জন্য গর্বের বিষয়, যারা সব সময় তাদের মূল মূল্যবোধের সঙ্গে মিলেমিশে কাজ করে।" David Warner Double Hunderd: সেঞ্চুরি টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে নজির ওয়ার্নারের
ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চিফ পিপল অফিসার প্রবীণ মেনন (Praveen Menon) বলেন, "পুষ্করের সাফল্যে আমরা গর্বিত। ওর দক্ষতা ও সম্ভাবনার কথা মাথায় রেখেই আমরা ওর ক্রিকেট যাত্রার পুরোটা সময় ওকে সমর্থন করেছি। পুষ্করের সামর্থ্যকে কাজে লাগানোর জন্য আমরা তাঁকে সমর্থন করে যাব। আমরা আগামী দিনে আরও সাফল্য কামনা করছি। আফ্রিকার ক্রিকেট সার্কিটে তাঁর দাপট চোখে পড়ার মতো। এনপিসিএ (নাইরোবি প্রভিন্সিয়াল ক্রিকেট অ্যাসোসিয়েশন)-এ ১৪ ইনিংসে ৮৪১ রান করেছেন তিনি। তার সেই খেলা ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেন। সদ্য সমাপ্ত ডাফাবেট আফ্রিকা ক্রিকেট প্রিমিয়ার লিগে (এসিপিএল কেনিয়া টি-২০) চ্যাম্পিয়ন নাকুরু লেপার্ডস (Nakuru Leopards) দলের অংশ হিসেবে মোম্বাসাতে থিকা হিপ্পোসের (Thika Hippos) বিপক্ষে চূড়ান্ত খেলায় ১১৫ স্ট্রাইক রেটে ২২৮ রান ও ৭-এর কম ইকোনমিতে ৫ উইকেট দখল করেন পুষ্কর। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টি-২০ বিশ্বকাপ খেলার কেনিয়ার স্বপ্ন পূরণে আঞ্চলিক ফাইনালে পুষ্করের বিরাট ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে।