Pat Cummins Australia’s New Test Captain: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স, ডেপুটি স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স (Pat Cummins)। স্টিভ স্মিথকে সহ অধিনায়ক করা হয়েছে। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে। সপ্তাহ খানেক আগেই অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ ছাড়েন টিম পেইন। অলরাউন্ডার প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার পুরুষ টেস্ট ক্রিকেট দলের ৪৭তম অধিনায়ক।

Pat Cummins (Photo: Twitter)

অস্ট্রেলিয়ার টেস্ট দলের (Australia National Cricket Team) অধিনায়ক হলেন প্যাট কামিন্স (Pat Cummins)। স্টিভ স্মিথকে সহ অধিনায়ক করা হয়েছে। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে। সপ্তাহ খানেক আগেই অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ ছাড়েন টিম পেইন। অলরাউন্ডার প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার পুরুষ টেস্ট ক্রিকেট দলের ৪৭তম অধিনায়ক।

পরবর্তী টেস্ট অধিনায়ক বাছতে পাঁচ সদস্যের ক্রিকেট কমিটি তৈরি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই কমিটিই কামিন্সকে অধিনায়ক হিসেবে বেছে নেন। কামিন্স প্রথম ফাস্ট বোলার যিনি অস্ট্রেলিয়ান পুরুষদের টেস্ট দলের একজন পূর্ণকালীন অধিনায়ক হয়েছেন।

The 47th captain of the Australian men's Test cricket team! @patcummins30 🇦🇺 pic.twitter.com/bM4QefTATt

বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কামিন্স বলেছেন যে তিনি অ্যাশেজ সিরিজের আগে টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে সম্মানিত৷ বিবৃতিতে তিনি বলেছেন, "আশা করছি টিম পেইন বিগত কয়েক বছর ধরে দলকে যেভাবে সামলেছে, আমিও তেমন দক্ষতার সঙ্গেই দলকে নেতৃত্ব দিতে পারব। এই গোটা বিষয়টা কিছুটা আমায় অভিভূত করলেও আমি এর জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য মুখিয়ে রয়েছি।’



@endif