AUS vs PAK T20I Series 2024: অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তান, পঞ্চাশে পঞ্চাশ কিন্তু কুড়িতে শূন্য রিজওয়ানরা

সাদা বলের ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ক্যাঙারুর দেশে হোয়াইটওয়াশের লজ্জায় মুখে পড়ল পাকিস্তান। সোমবার হোবার্টে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে ০-৩ সিরিজ হারল পাকিস্তান।

Brilliant Catch from Nathan Ellis. (Photo Credits: X)

হোবার্ট, ১৬ নভেম্বর: ক'দিন আগে ইতিহাস গড়ে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। কিন্তু এবার সাদা বলের ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ক্যাঙারুর দেশে হোয়াইটওয়াশের লজ্জায় মুখে পড়ল পাকিস্তান। সোমবার হোবার্টে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে ০-৩ সিরিজ হারল পাকিস্তান। পাকিস্তানের করা ১১৭ রানে ৫২ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে তুলে নেয় অজিরা। প্রথম দুটি ম্যাচে পরাস্ত হয়ে সিরিজ আগেই হেরে বসেছিলেন মহম্মদ রিজওয়ান-রা। এদিন শেষ ম্যাচে রিজওয়ান খেলেননি, তাঁর বদলে পাকিস্তানকে নেতৃত্ব দেন সলমন আঘা, আর উইকেটের পিছনে থাকেন হাসেবুল্লা খান। টি-২০-তে পাকিস্তানের খারাপ রেকর্ড অব্যাহত থাকল। এবার জিম্বাবোয়েতে সিরিজ খেলতে যাবে পাকিস্তান।

প্রথমে ব্যাট করে সলমন আঘার নেতৃত্বে খেলা পাকিস্তান মাত্র ১১৭ রানে অল আউট হয়ে যায়। ওপেন করতে নেমে বাবর আজম ২৮ বলে ৪১ রানের দুরন্ত ইনিংস খেললেও দলের বাকিদের ব্যর্থতায় পাকিস্তান বলার মত রান করতে পারেনি। ১ উইকেটে ৬১ থেকে ৩১ রানের মধ্যে পাকিস্তান তাদের সব স্পেশালিস্ট ব্যাটারদের উইকেট হারিয়ে বসে। শেষের দিকে শাহিন আফ্রিদি ১৬ রানের ইনিংস না খেললে পাকিস্তানের রান ১০০ টপকাতো নয়। জবাবে ব্যাট করতে নেমে ১১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জোস ইংলিশের দল।

টি-২০ সিরিজ ৩-০ জিতল অস্ট্রেলিয়া

চার নম্বরে নেমে মার্কোস স্টোয়নিসের বিস্ফোরক ২৭ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস দলকে সিরিজে ৩-০ জিতিয়ে আনে। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন স্টোয়নিস। ম্যাচের সেরা নির্বাচিত হন স্টোয়নিস। সিরিজ সেরা নির্বাচিত হন স্পেনার্স জনসন (৮ উইকেট)।

দেখুন হোবার্ট টি-২০-তে দুরন্ত ক্যাচ লুফলেন অস্ট্রেলিয়ার নাথান এলিস

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টি-২০ সিরিজের ফল

প্রথম ম্যাচ: অস্ট্রেলিয়া ২৯ রানে জয়ী

দ্বিতীয় ম্যাচ: অস্ট্রেলিয়া ১৩ রানে জয়ী

তৃতীয় ম্যাচ: অস্ট্রেলিয়া ৭ উইকেটে রানে জয়ী

টি-২০ সিরিজ জয়ী- অস্ট্রেলিয়া (৩-০)

সিরিজ সেরা: স্পেনার্স জনসন

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের ফল

প্রথম ম্যাচ: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী

দ্বিতীয় ম্যাচ: পাকিস্তান ৯ উইকেটে জয়ী

তৃতীয় ম্যাচ: পাকিস্তান ৮ উইকেটে জয়ী

ওয়ানডে সিরিজ জয়ী- পাকিস্তান (২-১)

সিরিজ সেরা: হ্যারিস রউফ