PSL 8 Squads Announced:পাকিস্তান সুপার লিগের চুক্তি অর্জন করলেন হাসারাঙ্গা, রাজাপক্ষে, আদিল রশিদ, ওয়েডর মতো বিশ্ব ক্রিকেটের নামী তারকারা, দেখুন সম্পূর্ণ তালিকা
পিএসএল (PSL) ২০২৩ আসরের জন্য প্লেয়ার ড্রাফটের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছেন ২০২২ টি-২০ এশিয়া কাপ (Asia Cup) জয়ী শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) এবং বাঁহাতি ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে (Bhanuka Rajapaksa)।
করাচি: পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত চারটি শহরে অনুষ্ঠিত হবে। পিএসএল (PSL) ২০২৩ আসরের জন্য প্লেয়ার ড্রাফটের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছেন ২০২২ টি-২০ এশিয়া কাপ (Asia Cup) জয়ী শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) এবং বাঁহাতি ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে (Bhanuka Rajapaksa)। ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপজয়ী লেগ স্পিনার আদিল রশিদও (Adil Rashid) রয়েছেন এই দলে। ২০২৩ সালের পিএসএলে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার ম্যাথু ওয়েড (Matthew Wade) ছাড়াও আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার খেলবেন, পিএসএলের অষ্টম আসরে অভিষেক হতে যাচ্ছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম (Jimmy Neesham) ও দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার তাবরেজ শামসির (Tabraiz Shamsi)।
ড্রাফটে নেওয়া ৩৬ জন বিদেশি খেলোয়াড়রা আফগানিস্তানসহ (পাঁচ), অস্ট্রেলিয়া (তিন), ইংল্যান্ড (দশ), আয়ারল্যান্ড (দুই), নামিবিয়া (এক), নিউজিল্যান্ড (চার), দক্ষিণ আফ্রিকা (চার), শ্রীলঙ্কা (দুই), ওয়েস্ট ইন্ডিজ (চার) ও জিম্বাবয়ের (এক)। ছয়টি দলই তাদের স্কোয়াডের আকার কমপক্ষে ১৮-অবধি করতে পারে।
পিএসএল ৮ স্কোয়াড
ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) - অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), শাদাব খান, আসিফ আলী, ফজল হক ফারুকী (আফগানিস্তান), ওয়াসিম জুনিয়র, আজম খান, ফাহিম আশরাফ, হাসান আলী, আবরার আহমেদ, কলিন মুনরো (নিউজিল্যান্ড), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), রুম্মান রইস, সোহাইব মকসুদ, হাসান নওয়াজ, জিসান জমির। মঈন আলী (ইংল্যান্ড) ও মুবাসির খান (সাপ্লিমেন্টারি)।
করাচি কিংস (Karachi Kings)- হায়দার আলি, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া), ইমাদ ওয়াসিম, জেমস ফুলার (নিউজিল্যান্ড), জেমস ভিন্স, অ্যান্দ্রু টাই (অস্ট্রেলিয়া), মোহাম্মদ আমির, শোয়েব মালিক, আমের ইয়ামিন, মীর হামজা, মোহাম্মদ আখলাক, শারজিল খান, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজী, কাসিম আকরাম। মহম্মদ উমর ও তবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা) (সাপ্লিমেন্টারি)।
লাহোর কালান্দার্স (Lahore Qalandars)- ফখর জামান, রশিদ খান (আফগানিস্তান), শাহীন শাহ আফ্রিদি, ডাউইড উইজ (নামিবিয়া), হুসেইন তালাত, হারিস রউফ, আবদুল্লাহ শফিক, লিয়াম ডসন (ইংল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবয়ে), আহমদ দানিয়াল, দিলবার হোসেন, হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামরান গোলাম, মির্জা তাহির বেগ, শাওয়াইজ ইরফান, জামান খান। জালত খান এবং জর্ডান কক্স (ইংল্যান্ড) (সাপ্লিমেন্টারি)
মুলতান সুলতানস (Multan Sultans) - ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), জশ লিটল (আয়ারল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), শান মাসুদ, আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ), শাহনেওয়াজ দাহানি, টিম ডেভিড (অস্ট্রেলিয়া), আনোয়ার আলী, সামিন গুল, সারোয়ার আফ্রিদি, উসামা মীর, উসমান খান, আব্বাস আফ্রিদি, ইহসানুল্লাহ। আদিল রশিদ (ইংল্যান্ড) ও আরাফাত মিনহাস (সাপ্লিমেন্টারি)।
পেশোয়ার জালমি (Peshawar Zalmi) - বাবর আজম, রওম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), মুজিব উর রহমান (আফগানিস্তান), শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াহাব রিয়াজ, আরশাদ ইকবাল, দানিশ আজিজ, মোহাম্মদ হারিস, আমীর জামাল, টম কোহলার-ক্যাডমোর (ইংল্যান্ড), সায়ম আইয়ুব, সালমান ইরশাদ, উসমান কাদির, হাসিবুল্লাহ খান, সুফিয়ান মুকিম। জিমি নিশাম (নিউজিল্যান্ড) (সাপ্লিমেন্টারি), রিপ্লেসমেন্ট ড্রাফটে দ্বিতীয় সাপ্লিমেন্টারি বেছে নেবে পেশোয়ার জালমি।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (Quetta Gladiators) - মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ইফতিকার আহমেদ, জেসন রয় (ইংল্যান্ড), ওডিয়ান স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), আহসান আলী, মোহাম্মদ হাসনাইন, সরফরাজ আহমেদ, মোহাম্মদ জাহিদ, নবীন-উল-হক (আফগানিস্তান), উমর আকমল, উম্মে আসিফ, উইল স্মেইড (ইংল্যান্ড), আইমল খান, আবদুল ওয়াহিদ বাঙ্গালজাই। মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ও ওমাইর বিন ইউসুফ (সাপ্লিমেন্টারি)।