PAK vs SL 1st Test Result: ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

শ্রীলঙ্কা- ৩১২ এবং ২৭৯, পাকিস্তান- ৪৬১ এবং ১৩৩/৬; ৪ উইকেটে জয়ী পাকিস্তান

Saud Shakeel & Abrar Ahmed (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

ইমাম উল হকের অপরাজিত হাফ-সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৪ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। ৩ উইকেটে ৪৮ রান নিয়ে শুরু করা সফরকারীরা শেষ দিনে সকালের সেশনে ১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে গত এক বছরে প্রথম টেস্ট জয় তুলে নেয়। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮২ রান। দিনের প্রথম বলটা টেনে নিয়ে গেলেন বাবর রমেশ মেন্ডিসের বলে বাউন্ডারি মারেন। তিন বল পর অফস্পিনারের বলে ফাইন লেগ দিয়ে আরেকটি বাউন্ডারি হাঁকান তিনি। ইমাম শুরুতেই সতর্ক থাকলেও বাবর আক্রমণাত্মক মেজাজে মেন্ডিস ও প্রভাত জয়সুরিয়ার বিপক্ষে খেলতে নামেন। পরবর্তীতে বাবর প্রতিরক্ষা ভঙ্গ করে ২৪ রানে লেগ বিফোরে আটকান জয়সুরিয়া। AFG Cricket Schedule 2023-24: অগাস্টে পাকিস্তানের বিপক্ষে একদিবসীয় সিরিজ দিয়ে শুরু, জানুন সম্পূর্ণ সূচি

বাবরকে হারানোর পরও পাকিস্তান পিছিয়ে পড়েনি। পরের ওভারে মেন্ডিসকে ছক্কা হাঁকান ইমাম। তিন বল পর নতুন ব্যাটসম্যান সৌদ শাকিল ব্যাকফুটে থেকে স্পিনারকে বাউন্ডারি মারেন। কয়েক ওভার পর জয়সূর্যের বিপক্ষে নেমে বাউন্ডারি হাঁকান তিনি। তবে, ৩৮ বলে ৩০ রান করার পর শাকিল মেন্ডিসের বলে সাদিরা সামারাবিক্রমার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। শ্রীলঙ্কার পরাজয় নিশ্চিত হয়ে গেলেও সরফরাজ আহমেদের স্লগ সুইপের শিকার হয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তারা। ইমাম হাফ-সেঞ্চুরি তুলে নেন এবং আঘা সালমানের সঙ্গে জয় তুলে নেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now