PAK vs SA, Toss Update & Playing XI: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের; জানুন দু'দলের একাদশ

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

Abdullah Shafique & Mohammed Rizwan (Photo Credit: Pakistan Cricket/ X)

চলমান ক্রিকেট বিশ্বকাপের ২৬তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ জিতে টানা তিন ম্যাচ হেরে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পুরো খেলা জুড়ে পিচ ভারসাম্য বজায় থাকবে এবং ব্যাটসম্যান এবং বোলার উভয়কেই যথেষ্ট সমর্থন সরবরাহ করতে পারে। এই ভেন্যুতে ওয়ানডেতে গড় প্রথম ইনিংসের স্কোর ২৪৯ রান। পিচ থেকে পেসার-স্পিনার দু'জনেই সমান সাহায্য পেতে পারে। যে দল টস জিতবে তারা হয়তো বল করতে চাইবে। PAK vs SA, ICC ODI World Cup Live Streaming: বিশ্বকাপে ২৪ বছরের জয়ের ধারা কি বজায় রাখবে পাকিস্তান নাকি ইতিহাস পালটাবে দক্ষিণ আফ্রিকা; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের, বাদ হাসান আলি এলেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন টেম্বা বাভুমা

পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।