PAK Beat ENG in Test Series: রাওয়ালপিন্ডিতে নোমান-সাজিদের নয়া ইতিহাস, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

নোমান ও সাজিদ ইংল্যান্ডের ২০টি উইকেটের মধ্যে ১৯টি উইকেট নেন এবং পাকিস্তান তাদের একমাত্র পেসার আমির জামালকে ব্যবহারও করেননি। ম্যাচের অন্য একটি উইকেট নেন জাহিদ মাহমুদ। সিরিজের মাঝপথে বাছাইয়ের পর শেষ দুই টেস্টে ইংলিশদের ৪০ উইকেটের ৩৯টিই নিয়েছেন এই দুজন

Noman Ali and Sajid Khan (Photo Credit: Pakistan Cricket/ X)

রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে হারের পর শান মাসুদের অধীনে পরের দুই ম্যাচ জিতে নেয় আয়োজকরা। পাকিস্তানকে ৩৬ রানের লক্ষ্য দেওয়া হয় এবং তারা ম্যাচটি ৯ উইকেটে জিতে নেয়। প্রথম ইনিংসে জেমি স্মিথের ৮৯ রানের ইনিংসে ভর করে ২৬৭ রান তুলেছিল ইংল্যান্ড যেখানে বেন ডাকেট ৫২ রান করেন। তবে আয়োজকদের হয়ে সাজিদ খান ৬ উইকেট নিয়ে খেলায় দলকে এগিয়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে ১৭৭/৭ হওয়ার পর ৩৪৪ রানে পৌঁছে যায় পাকিস্তান যেখানে দারুণ এক সেঞ্চুরি করেন সৌদ শাকিল। এরপর ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। নোমান আলী ছয়টি ও সাজিদ নেন ৪ উইকেট। পাকিস্তানের বিপক্ষে দীর্ঘতম ফরম্যাটে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করেছে ইংল্যান্ড। আবুধাবিতে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর ৭২। ১৯৫৪ সালে ওভালে ১৩০ রানের স্কোর ভেঙে ১১২/১০ এখন এই তালিকার পরের স্থানে রয়েছে। Saud Shakeel Century: রাওয়ালপিন্ডিতে পাকিস্তান উদ্ধারে শতক সৌদ শাকিলের, লেখালেন রুট-ব্রুকের অনন্য তালিকায় নাম

পাকিস্তান বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের স্কোরকার্ড

নোমান ও সাজিদ ইংল্যান্ডের ২০টি উইকেটের মধ্যে ১৯টি উইকেট নেন এবং পাকিস্তান তাদের একমাত্র পেসার আমির জামালকে ব্যবহারও করেননি। ম্যাচের অন্য একটি উইকেট নেন জাহিদ মাহমুদ। সিরিজের মাঝপথে বাছাইয়ের পর শেষ দুই টেস্টে ইংলিশদের ৪০ উইকেটের ৩৯টিই নিয়েছেন এই দুজন। নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো কোনো টেস্টে পাকিস্তানের ২০ উইকেটের সবগুলোই দখল করেছে স্পিনাররা। ১৯৮০ সালে ফয়সালাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি প্রথমবার করেছিল পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ১৯৮৭ সালের পর ২০২৪ সালে প্রথমে মুলতানে এবং এখন ইংল্যান্ডের বিপক্ষে ফের রাওয়ালপিন্ডিতে স্পিন দিয়েই জয়লাভ করেছে দল। ঘরের মাটিতে প্রতিবারই দীর্ঘতম ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয়বারের মতো এমন কীর্তি গড়েছে তারা।

সাজিদ খানের রেকর্ড

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now