IPL Auction 2025 Live

New Zealand Cricket: ক্রিকেট কিউই কামাল, দিনে পুরুষদের ভারতে ঐতিহাসিক টেস্ট জয়, রাতে মহিলারা চ্যাম্পিয়ন টি২০ বিশ্বকাপে

নিউ জিল্যান্ড ক্রিকেটে স্মরণীয় দিন হয়ে থাকল ২০ অক্টোবর,২০২৪। রবিবার দিনে ভারতের মাটিতে ৩৬ বছর পর টেস্ট জিতল নিউ জিল্যান্ড পুরুষ ক্রিকেট দল।

New Zealand beat South Africa to win Women’s T20 Cricket World Cup final. (Photo Credits: X)

দুবাই, ২০ অক্টোবর: নিউ জিল্যান্ড ক্রিকেটে স্মরণীয় দিন হয়ে থাকল ২০ অক্টোবর,২০২৪। রবিবার দিনে ভারতের মাটিতে ৩৬ বছর পর টেস্ট জিতল নিউ জিল্যান্ড পুরুষ ক্রিকেট দল।  আর রাতে দুবাইয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল নিউ জিল্যান্ড মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়া (৬ বার), ইংল্যান্ড (১ বার), ওয়েস্ট ইন্ডিজ (১ বার)-এর পর মহিলাদের টি-২০ ক্রিকেট পেল নতুন বিশ্বচ্যাম্পিয়ন। ব্যাটে, বলে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার হলেন কিউই তারকা অ্যামিলিয়া কের। পুরুষরা এখনও না পারলেও নিউ জিল্যান্ডের মহিলা দল বাইশ গজে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা পেয়ে গল।

অন্যদিকে, পুরুষদের মত দক্ষিণ আফ্রিকার মহিলারাও টি-২০ বিশ্বকাপের ফাইনালে হারলেন। মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাান দুবার ফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা। গতবার দেশের মাটিতে বটি-২০ বিশ্বকাপের ফাইনালে প্রোয়িটা মহিলা দল হেরেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আইসিসি ট্রফি না জেতার আক্ষেপটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে থেকেই গেল। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে অভিযান শুরু করেছিল কিউই মহিলা দল, আর তাদের শেষটা হল ফাইনালের দুরন্ত জয়ে। গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে ছাড়া বাকি সব কটা ম্যাচে জিতল কিউই দল।

প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড

এদিন দুবাইয়ে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ডের মহিলারা নির্ধারিত ২০ ওভারে করেছিলেন ৫ উইকেটে ১৫৮ রান। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়া কিউই ওপেনার সুজা বেটিস করেন ৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তারকা ব্যাটার অ্যামিলিয়া কের (৩৮ বলে ৪৩ রান) শেষের দিকে ব্রুক হালিডে ২৮ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লোরা ওলভারডার্ট (৩৩) শুরুতে চেষ্টা করলেও, বাকিরা একেবারে ফাইনালের মানসিক চাপটা নিতে পারলেন না। দুই কিউই বোলার রোজমারি ও অ্যামেলিয়া কের ৩টি করে উইকেট নেন।

এর আগে মহিলাদের তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া। অজিদের একাধিপত্যে দাঁড়ি টানল কিউই। প্রসঙ্গত, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিয়েছিল অজি মহিলা দল।

মহিলাদের টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা

২০০৯: ইংল্যান্ড

২০১০: অস্ট্রেলিয়া

২০১২: অস্ট্রেলিয়া

২০১৪: অস্ট্রেলিয়া

২০১৬: ওয়েস্ট ইন্ডিজ

২০১৮: অস্ট্রেলিয়া

২০২০: অস্ট্রেলিয়া

২০২৩: অস্ট্রেলিয়া

২০২৪: নিউ জিল্যান্ড