IPL 2020 Awards: পার্পল ক্যাপ থেকে অরেঞ্জ ক্যাপ! আইপিএলে কোন দল সবথেকে স্বচ্ছ ছিল? দেখুন বিজেতাদের সম্পূর্ণ তালিকা

পরপর পাঁচবার। আইপিএলের ইতিহাসে ২০১৩,২০১৫,২০১৭ এবং ২০১৯ সালের পর আবারও ২০২০ সালে আইপিএলের ট্রফি ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ানস। দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ স্কোর নিজেদের খাতায় দিল্লি। পরে মুম্বই ব্যাট করতে নেমে ৫ ওভারে ১৮.৪ ওভারেই নির্ধারিত রান তুলে নেন। আইপিএলের (IPL 2020) সেরা মুম্বই ইন্ডিয়ানস (MI) হলেও একাধিক খেলোয়াড় ছিনিয়ে নিলেন সেরার সেরা পুরস্কার। দেখে নিন সেই তালিকা।

IPL 2020 winners (Photo Credits: @IPL/Twitter)

পরপর পাঁচবার। আইপিএলের ইতিহাসে ২০১৩,২০১৫,২০১৭ এবং ২০১৯ সালের পর আবারও ২০২০ সালে আইপিএলের ট্রফি ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ানস। দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ স্কোর নিজেদের খাতায় দিল্লি। পরে মুম্বই ব্যাট করতে নেমে ৫ ওভারে ১৮.৪ ওভারেই নির্ধারিত রান তুলে নেন। আইপিএলের (IPL 2020) সেরা মুম্বই ইন্ডিয়ানস (MI) হলেও একাধিক খেলোয়াড় ছিনিয়ে নিলেন সেরার সেরা পুরস্কার। দেখে নিন সেই তালিকা।

Most Valuable Player: রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার জিতে নিলেন 'ম্যান অফ দ্য সিরিজ' খেতাব

Orange Cap: ৬৭০ রানের ঝুলি পকেটে পুড়ে কিংস ইলেভন পাঞ্জাবের ক্যাপ্টেন কেএল রাহুল জিতে নিলেন অরেঞ্জ ক্যাপ

Purple Cap: আইপিএল ২০২০-কে মোট ৩০ উইকেট ছিনিয়ে দিল্লি ক্যাপিটালসের স্পীডস্টার কাগিসো রাবাডা জিতে নিলেন পার্পল ক্যাপ

Power Player of the Season: মুম্বই ইন্ডিয়ানসের পেসার ট্রেন্ট বোল্ট পাওয়ারপ্লে ওভারে দুরন্ত বোলিংয়ের জেরে পেলেন এই খেতাব

Most Sixes of the Season: মুম্বই ইন্ডিয়ানকে ইশান কিষাণ আইপিএল ২০২০-তে ৩০ টা ছক্কা হাঁকিয়ে জিতলেন সবচেয়ে বেশি ছক্কার খেতাব

Super Striker of the Season: ১৯১.৪৩ স্ট্রাইক রেট-সহ মুম্বই ইন্ডিয়ানসের অল-রাউন্ডার কিরণ পোলার্ড হলেই আইপিএল ২০২০-র সুপার স্ট্রাইকার

Game Changer of the Season: আবারও কেএল রাহুল জিতে নিলেন গেম চেঞ্জারের পুরস্কার

Fairplay Award Winners:  আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসই জিতে নিলেন এই পুরস্কার

Emerging Player: প্রথম সিজনেই ৪৭৩ রানের অধিকারী হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার দেবদুত পাড়িক্কাল পেলেন এই পুরস্কার

Man of the Match: আইপিএলের শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে মুম্বই ইন্ডিয়ানসের পেসার ট্রেন্ট বোল্ট পেলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now