Mustafizur Rahman, IPL 2024: বাংলাদেশ ক্রিকেটের থেকে মিলল অনুমতি, বাড়ল চেন্নাইয়ে মুস্তাফিজুরের খেলার মেয়াদ
জিম্বাবয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে ১ মে দেশে ফেরার কথা ছিল মুস্তাফিজের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪-এ চেন্নাই সুপার কিংসের (CSK) সাথে চলমান মেয়াদ বাড়ানোর অনুমতি পেয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। জিম্বাবয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে ১ মে দেশে ফেরার কথা ছিল মুস্তাফিজের। তবে একই দিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচ থাকায় সেটি খেলে ঢাকায় উড়ে যাবেন তিনি। এর অর্থ এই পেসার আরও চারটি ম্যাচ খেলতে পারবেন এবং তার বর্তমান ১০ উইকেটের তালিকায় আরও উইকেট যোগ করতে পারবেন। চেন্নাই ১৯ এপ্রিল লখনউতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, ২৩ এপ্রিল ফের আয়োজক কেএল রাহুলের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে, তারপরে ২৮ এপ্রিল ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে খেলবে এবং ১ মে তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে। CSK Beat MI, IPL 2024: বিফলে গেল রোহিতের সেঞ্চুরি, ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে ২০ রানে হার মুম্বইয়ের
জালাল বলেন, '১ মে মুস্তাফিজের ফেরার কথা ছিল, কিন্তু সিএসকে-র ওই দিন একটি ম্যাচ রয়েছে এবং আমরা তাকে ম্যাচ খেলার অনুমতি দিয়েছি এবং তারপর ফিরে আসবেন।' আইপিএলের মাঝেই ২৮ বছর বয়সী এই ক্রিকেটার শিগগিরই জাতীয় দলের দায়িত্বে ফিরবেন। আগামী মে মাসে বাংলাদেশ জিম্বাবয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৩ মে চট্টগ্রামে প্রথম ম্যাচের পর ৫ ও ৭ মে একই শহরে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১০ ও ১২ মে যথাক্রমে ঢাকায় হবে সিরিজের শেষ দুই ম্যাচ। ডানহাতি এই পেসার আইপিএল ২০২৪-এ অসাধারণ পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত দশ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে তিনি। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে টিম ডেভিডের উইকেট নেন তিনি। ছয় ম্যাচে ৯ উইকেট নেওয়া কাগিসো রাবাডাকে টপকে যান মুস্তাফিজ।