Mushtaq Ahmed joins Bangladesh Spin Consultant: স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলে ফের যোগ পাক কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদের
তবে জানা গিয়েছে মুশতাকের সার্ভিস দীর্ঘ মেয়াদে নিশ্চিত করতে আগ্রহী বিসিবি। এই সম্ভাব্য চুক্তির ফলে মুশতাক বাংলাদেশের কোচিং সেটআপে স্থায়ী হয়ে উঠতে পারেন। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো আসন্ন সিরিজগুলোতে মুশতাকের অংশগ্রহণ অনিশ্চিত।
বাংলাদেশ জাতীয় দলের কোচিং সেটআপে ফিরেছেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার মুশতাক আহমেদ (Mushtaq Ahmed)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন এই অভিজ্ঞ স্পিনার। বাংলাদেশ দলের সঙ্গে মুশতাকের এটাই প্রথম কাজ নয়। এর আগে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তান সফরে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। অন্যান্য প্রতিশ্রুতি তাকে ভারত সফরের জন্য কোচিং স্টাফে যোগ দিতে বাধা দিলেও মুশতাক তার বাধ্যবাধকতা পূরণ হওয়ার পরে বাংলাদেশ দলে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। ১৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নেট সেশন দিয়ে শুরু হয় মুশতাকের বাংলাদেশ ক্যাম্পে ফেরা। চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হওয়া নবনিযুক্ত প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দীর্ঘ আলোচনায় অংশ নিতে দেখা গেছে এই পরামর্শককে। PAK vs ENG 2nd Test: বাবর, শাহিনদের ছাড়া অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের জয়ে কি বললেন শান মাসুদ?
ক্রিকবাজকে বলেন বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘তিনি (মুশতাক) এখানে (দক্ষিণ আফ্রিকা) সিরিজের জন্য এসেছেন। এই বছর, যখনই তিনি উপলব্ধ থাকবেন এবং তার কোনও পূর্ব প্রতিশ্রুতি নেই, তিনি আমাদের সাথে সিরিজ বাই সিরিজ কাজ করবেন। এখন তিনি এখানেই আছে, আমরা দেখব পরের সিরিজে কী হয়।' তবে জানা গিয়েছে মুশতাকের সার্ভিস দীর্ঘ মেয়াদে নিশ্চিত করতে আগ্রহী বিসিবি। এই সম্ভাব্য চুক্তির ফলে মুশতাক বাংলাদেশের কোচিং সেটআপে স্থায়ী হয়ে উঠতে পারেন। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো আসন্ন সিরিজগুলোতে মুশতাকের অংশগ্রহণ অনিশ্চিত। তার অংশগ্রহণ নির্ভর করবে তার প্রাপ্যতা ও বিসিবির পরিকল্পনার ওপর। প্রসঙ্গত, এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে পরিবর্তন এনেছে বিসিবি। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আনক্যাপড বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ২০২১ সালে অভিষেকের পর ঘরোয়া ক্রিকেটে ৩০ প্রথম শ্রেণির ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে মুগ্ধ করেছেন মুরাদ।