Mohammed Shami: বলের পর এবার ব্যাট হাতে দুরন্ত শামি, মধ্যপ্রদেশকে টার্গেট ৩৩৭ রানের বাংলার
গুরুতর চোট সারিয়ে প্রায় বছরখানেক পর মাঠে নেমে বলের পর ব্যাট হাতেও নজর কাড়লেন টিম ইন্ডিয়া তথা বাংলার তারকা ক্রিকেটার মহম্মদ সামি।
ইন্দোর, ১৫ নভেম্বর: গুরুতর চোট সারিয়ে প্রায় বছরখানেক পর মাঠে নেমে বলের পর ব্যাট হাতেও নজর কাড়লেন টিম ইন্ডিয়া তথা বাংলার তারকা ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami)। প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের চার উইকেট তুলে নেওয়া পর এদিন ইন্দোরের হোলকারে ব্যাট হাতে ৩৭ রান করলেন সামি। দশ নম্বরে ব্যাট করতে নেমে ভাই মহম্মদ কাইফের সঙ্গে জুটি বেঁধে শেষ উইকেটে অতি গুরুত্বপূর্ণ ৩৯ রান যোগ করলেন সামি। সামির ৩৬ বলে ৩৭ রানের ইনিংস সাজানো ছিল ২টি বাউন্ডারি, ২টি ওভার বাউন্ডারি দিয়ে। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের স্পিনার কুমার কার্তিকের বলে স্ট্যাম্প আউট হয়ে যান সামি।
বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৬ রানে। মধ্যপ্রদেশকে ৩৩৭ রানের টার্গেট দিলেন অনুষ্টুপ মজুমদার, হাতে এখনও দেড় দিন। সামির মত বোলার দলে থাকায় এখান থেকে বাংলা সরাসরি জয় না পেলে অবাক হতে হবে।
ভাল ব্যাটিং করলেন সামি
বাংলা প্রথম ইনিংসে ২২৮ রানে অল আউট হয়েছিল। জবাবে মধ্যপ্রদেশ ১৬৭ রানে অল আউট হয়ে যায়। ৬১ রানে লিড নিয়ে খেলতে নেমে বাংলা দ্বিতীয় ইনিংসে করল ২৭৬ রান। দ্বিতীয় ইনিংস বাংলার পক্ষে সর্বোচ্চ রান ঋত্বিক চ্যাটার্জি (৫২)-র। ভাল খেলেন ঋদ্ধিমান সাহা (৪৪), সুদীপ ঘরামি (৪০) ও সুদীপ চ্যাটার্জি (৪০)। প্রথম ইনিংসে বাংলার পক্ষে সর্বোচ্চ রান করেন শাহবাজ আহমেদ (৯২)।