Marcus Stoinis IPL Record: চেপকের দুর্গভেদে লখনউয়ের নায়ক শতকবীর স্টোইনিস, ভাঙলেন সর্বকালের সেরা রেকর্ড

আইপিএলের এক ম্যাচে সফল রান তাড়া করে সর্বোচ্চ রান করার ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন স্টোইনিস

Marcus Stoinis (Photo Credit: IPL/ X)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ইতিহাসে রান তাড়া করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (চেপক) রুতুরাজ গায়কোয়াড়ের দলকে হারিয়ে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের (CSK) অপরাজিত থাকার দৌড় শেষ করল লখনউ সুপার জায়ান্টস (LSG)। ইনিংসের শেষ ওভারে ৬৩ বলে ১২৪* রানের জাদুকরী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্কাস স্টোইনিস। সুপার জায়ান্টস আইপিএল ২০২৪-এ সিএসকে-র বিরুদ্ধে টানা দুবার জয় অর্জন করেছে কারণ তারা তাদের আগের ফিক্সচারেও তাদের পরাজিত করেছিল। গতকাল সুপার জায়ান্টদের তিন নম্বর ধাঁধা সমাধান করে মার্কাস স্টোইনিস এলএসজির তারকা হয়ে উঠেন। তিনি রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির জবাব দেন নিজের একটি দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে। স্টোইনিস ৫৬ বলে তার সেঞ্চুরি করে লখনউকে পুরো খেলায় টিকিয়ে রাখেন। Ruturaj Gaikwad Century: যশস্বীর পর এবার সেঞ্চুরি ঋতুরাজের, ধোনিদের ২১০ রান

আইপিএলের এক ম্যাচে সফল রান তাড়া করে সর্বোচ্চ রান করার ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন স্টোইনিস। ২০১১ সালে সিএসকে-র বিরুদ্ধে ১২০* রান করেছিলেন ভালথাতি। উল্লেখযোগ্যভাবে, সিএসকে-র বিরুদ্ধে এলএসজির ২১১ রানের লক্ষ্য তাড়া করাও চেন্নাই-ভিত্তিক ভেন্যুতে তাড়া করা সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১২ সালে আরসিবির বিরুদ্ধে সিএসকে-র ২০৬ রান তাড়া করা ছিল এই ভেন্যুতে সর্বোচ্চ।

আইপিএলে সফল রান তাড়া করা সর্বোচ্চ স্কোরঃ

১২৪*-মার্কাস স্টোইনিস (এলএসজি) বনাম সিএসকে; চেন্নাই, ২০২৪

১২০*-পল ভালথাটি (পিবিকেএস) বনাম সিএসকে; মোহালি, ২০১১

১১৯-বীরেন্দ্র শেহওয়াগ (ডিসি) বনাম ডেকান চার্জার্স; হায়দরাবাদ, ২০১১

১১৯-সঞ্জু স্যামসন (আরআর) বনাম পিবিকেএস, মুম্বই, ২০২১

১১৭*-শেন ওয়াটসন (সিএসকে) বনাম এসআরএইচ, মুম্বই, ২০১৮ ফাইনাল