Gautam Gambhir On Rajat Sharma: কোহলিকে হিংসা করে বলায় নাম না করে রজত শর্মাকে তোপ গৌতম গম্ভীরের

লখনউ সুপার জায়ান্টের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে পরে বিরাট কোহলির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর। বিষয়টি নিয়ে এখনও জলঘোলা চলছে।

Photo credit:Twitter @Bharggavroy and @LoyleRohitFan45

নয়াদিল্লি: লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ম্যাচ শেষে পরে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিষয়টি নিয়ে এখনও জলঘোলা চলছে। এর মাঝেই বিরাট কোহলিকে গৌতম গম্ভীর হিংসা (Jealous) করে বলে মন্তব্য করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গম্ভীরের কু-নজরে পড়লেন বিখ্যাত নিউজ অ্যাঙ্কর (News Anchor) রজত শর্মা (Rajat Sharma)। নাম না করে তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন গৌতম গম্ভীর।

একানা স্টেডিয়ামে ম্যাচের শেষে লখনউ সুপার জায়ান্টের ফাস্ট বোলার নভীন-উল-হকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা খেলোয়াড় কোহলির। সেই বিষয়কে কেন্দ্র করে লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। যার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

এই ঘটনার কথা উল্লেখ করে রজত শর্মা তাঁর টিভি শো-তে বলেন কোহলির জনপ্রিয়তার কারণেই তাঁর উপর হিংসা করেন গৌতম গম্ভীর। সেটাই ওই ঘটনার ভিডিয়োতে প্রকাশ পেয়েছে। গম্ভীরের ব্যবহার স্পোর্টসম্যান স্পিরিটের বিরোধী এবং একজন প্রাক্তন খেলোয়াড় ও সাংসদের কাছ থেকে এই ব্যবহার আশা করা যায় না।

দেখুন ভিডিয়ো:

রজত শর্মার এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গম্ভীর। একসময়ে রজত শর্মা দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সরে গেছিলেন সেই ঘটনা মনে করিয়ে টুইট করেন, "যে মানুষটা চাপ সহ্য করতে পারছেন না বলে দিল্লি ক্রিকেট থেকে সরে গেছিলেন তিনি এখন ক্রিকেটের স্বার্থে নিজের অর্থে জনসংযোগ আধিকারিক হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।"

ওই টুইটে কটাক্ষ করে হিন্দিতে আরও লিখেছেন, "এটা কলিযুগ আর এখানে পলাতকরা নিজেদের আদালত চালায়।"

গৌতম গম্ভীরের টুইট: