Sachin Tendulkar: দেশের মাটিতে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ, মহালজ্জা নিয়ে বড় কথা সচিনের টুইটে

এই প্রথমবার টেস্ট সিরিজে দেশের মাটিতে হোয়াইটওায়শ হল টিম ইন্ডিয়া। রবিবার মুম্বই টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে হারের পর ভারতীয় ক্রিকেট দল বাইশ গজের খেলায় সবচেয়ে বড় লজ্জার মুখে পড়ল।

Sachin Tendulkar (Photo Credit: JioCinema/ X)

মুম্বই, ৩ নভেম্বর: এই প্রথমবার টেস্ট সিরিজে দেশের মাটিতে হোয়াইটওায়শ হল টিম ইন্ডিয়া। রবিবার মুম্বই টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে হারের পর ভারতীয় ক্রিকেট দল বাইশ গজের খেলায় সবচেয়ে বড় লজ্জার মুখে পড়ল। কিউইদের বিরুদ্ধে রোহিত শর্মার দলের হোয়াইটওয়াশের পর এক্স প্লাটফর্মে টুইট করলেন 'ক্রিকেটের ঈশ্বর'সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সচিন টুইটে লিখলেন, " দেশের মাটিতে ০-৩ টেস্ট সিরিজ হারটা হজম করা বেশ কঠিন। এই হার নিয়ে আত্মদর্শনের প্রয়োজন আছে। কী কারণে এই হার? প্রস্তুতির অভাব, খারাপ শট নির্বাচন বা ম্যাচ প্র্য়াকটিশের অভাব? হারের পিছনের কারণগুলি খুঁজতে হবে। গোটা সিরিজ ধরে অসাধারণ ধারাবাহিকভাবে ভাল খেলা নিউ জিল্যান্ড দলের পুরো কৃতিত্ব প্রাপ্য। ভারতে ৩-০ সিরিজ জয়ের চেয়ে ভাল ফল আর হয়তো হয় না। আমাদের পজেটিভ দিক হল, প্রথম ইনিংসে শুবমন গিলের লড়াই ও দুই ইনিংসে ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিং। পন্থের ফুটওয়ার্ক কঠিন পিচকে মনে হল খেলাটা কত সহজ। ও সত্যিই অসাধারণ।" আরও পড়ুন- সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কী বললেন রোহিত শর্মা

রোহিত শর্মার দল সিরিজে ০-৩ হারের পর সচিন তেন্ডুলকরের টুইট

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তিন টেস্টে-বেঙ্গালুরুতে ৮ উইকেটে, পুণেতে ১১৩ রানে ও মুম্বইয়ে ২৫ রানে নিউ জিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে ০-৩ হারল রোহিত শর্মা-র দল।



@endif